Ajker Patrika

লকডাউনে চলবে না অভ্যন্তরীণ রুটের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ জুলাই ২০২১, ০০: ০০
লকডাউনে চলবে না অভ্যন্তরীণ রুটের ফ্লাইট

চট্টগ্রাম: করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে বৃহস্পতিবার (১ জুলাই)। চলবে শুক্রবার (৭ জুলাই) পর্যন্ত। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস সকল অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুধু আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইট সমূহে শুধুমাত্র বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণ করতে পারবেন।

১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিল করা ফ্লাইটগুলোর টিকিটধারী যাত্রী এই টিকিটের মাধ্যমে কোন প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত