অ্যাপল নিয়ে আসছে এআর-ভিআর মিশ্র প্রযুক্তির থ্রিডি হেডসেট
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল দীর্ঘদিন ধরেই ভার্চ্যুয়াল রিয়্যালিটি (ভিআর) এবং অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তি মিলিয়ে একটি হেডসেট তৈরির জন্য কাজ করছে। অ্যাপল আগামী বছরের মার্চ থেকে এই হেডসেটের উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এপ্রিলেই এআর-ভিআর প্রযুক্তির হেডসেটটি বাজার