Ajker Patrika

হাসপাতালে রোগীর শয্যায় ওষুধ পৌঁছে দিচ্ছে রোবট

প্রযুক্তি ডেস্ক
হাসপাতালে রোগীর শয্যায় ওষুধ পৌঁছে দিচ্ছে রোবট

যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’–এর প্রযুক্তি নিয়ে কাজ করেছে। কার-গো গাড়িতে ব্যবহৃত ‘সোনার’ এবং ‘লিডার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটিতে। ফলে হাসপাতালের ভেতরে মানুষ, হুইলচেয়ার এবং বিছানার মতো বাধাগুলো এড়িয়ে চলতে পারে। এতে হাসপাতালে অন্যদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করে না এটি।

একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবটগুলো হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জীবন আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, এই প্রযুক্তি সবার জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এই কর্মসূচি বড় করার পাশাপাশি এটির প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে থাকব।

উল্লেখ্য, অ্যাকাডেমি অব রোবোটিকসের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’ বর্তমানে পণ্য সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিতে চলাচল করতে সক্ষম স্বয়ংক্রিয় এই যান। কার-গো এরই মধ্যে অক্সফোর্ড শায়ারের ব্রিজ নর্টনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পরীক্ষা করা হয়েছে। কর্মীদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

যুক্তরাষ্ট্র ছাড়ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দম্পতি অভিজিৎ ও দুফলো

তেল আবিবে মহাসমাবেশ: নেতানিয়াহুর নাম বলতেই মার্কিন দূতকে থামিয়ে দুয়োধ্বনি, ট্রাম্পের নামে স্লোগান

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত