Ajker Patrika

১১ সেন্টিমিটারের মিনি পিসি আনল শাওমি

প্রযুক্তি ডেস্ক
১১ সেন্টিমিটারের মিনি পিসি আনল শাওমি

ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারক ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমি এবার বাজারে নিয়ে এলো ক্ষুদ্রাকৃতির কম্পিউটার। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে কম্পিউটারটি বাজারে প্রবেশ করেছে। শাওমির এই ‘মিনি পিসির’ দৈর্ঘ্য মাত্র ১১ সেন্টিমিটার।

শাওমিকে সবাই মূলত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে চিনলেও ক্রমেই কোম্পানিটি দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য নানাবিধ পণ্য তৈরি করছে। এর ধারাবাহিকতায়ই বাজারে নিয়ে এলো মিনি পিসি। 

ডিজাইনের দিকে তাকালে লক্ষ্য করা যাবে মিনি পিসিটিতে ইন্টেল এনইউসি এবং অ্যাপল টিভির নকশার প্রভাব রয়েছে। এতে পাওয়ার ইনপুট এবং পাওয়ার বাটনের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি ইউএসবি পোর্ট। অবশ্য আকারের তুলনায় এই পিসির কনফিগারেশন প্রশংসার যোগ্য। 

শাওমি মিনি পিসির বাজার মূল্য ধরা হয়েছে ৫৩০ ডলার। পণ্যটি আপাতত শুধু চীনের ক্রেতারা কিনতে পারবেন। তবে শিগগিরই বিশ্বের অন্যান্য দেশের খুচরা বিক্রেতাদের থেকে এই পণ্য কিনতে পারবেন ক্রেতারা। 

কনফিগারেশন
সিপিউ: ১২ তম জেনারেশনের ইন্টেল কোর আই ফাইভ-১২৪০পি 
জিপিউ: ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স 
র‍্যাম: ডিডিআর ৪ জেনারেশন, ৩২০০ মেগাহার্টজ–এর ১৬ জিবি র‍্যাম 
স্টোরেজ: ৫১২ জিবি এনভিএমই এসএসডি 
পিএসইউ: ১০০ ওয়াট 
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১১ হোম (চীনা সংস্করণ)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত