প্রযুক্তি ডেস্ক
স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে উঠবে—এমন রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হাউসবট। রোবটটির নাম দেওয়া হয়েছে এইচবি১। বর্তমানে উঁচু ভবনের বিপজ্জনক কাজগুলো শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে করেন। এই রোবটের মাধ্যমে সেই কাজগুলো করিয়ে নেওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ছোট আকারের দালানের দেয়াল বেয়ে ওঠার সক্ষমতা থাকলেও ভবিষ্যতে এ রোবট সুউচ্চ দালানও বেয়ে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে।
দেয়াল বেয়ে ওঠার জন্য রোবটটির শক্তিশালী বৈদ্যুতিক পাখাগুলো ৯২ পাউন্ড বল দিয়ে বাতাস শুষে নেয়। একই সময় রোবটের চারটি রাবারের চাকা কন্ট্রোল ইউনিটের সঙ্গে সংযুক্ত। কন্ট্রোল ইউনিটকে একটি ১১০ ভোল্টের টেথার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রোবটে থাকা ফ্যানগুলোর ইলেকট্রো-ম্যাগনেটিক কম্প্যাটিবিলিটি (ইএমসি) রোবটটিকে সুরক্ষিতভাবে পৃষ্ঠের সঙ্গে যুক্ত করে রাখে। যার ফলে রোবটটি কাজ করার সময় নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
হাউসবটসের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা জ্যাক কর্নে বলেন, ‘আমরা হাউসবট তৈরির জন্য তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে আমাদের প্রথম রোবটটি বিক্রি করতে পেরে অনেক খুশি। আশা করছি, এটি কর্মক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা কমাতে সাহায্য করবে। আমরা ভবিষ্যতে ওয়ারউইক ম্যানুফ্যাকচারিং গ্রুপ “ডব্লিউএমজি”–এর সঙ্গে কাজ চালিয়ে যাব। অন্যান্য ব্যবহারের জন্য আমরা আরও রোবট তৈরি করার পরিকল্পনা করছি যা মানুষের ক্ষতি কমিয়ে আনতে সাহায্য করবে।’
স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে উঠবে—এমন রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হাউসবট। রোবটটির নাম দেওয়া হয়েছে এইচবি১। বর্তমানে উঁচু ভবনের বিপজ্জনক কাজগুলো শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে করেন। এই রোবটের মাধ্যমে সেই কাজগুলো করিয়ে নেওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ছোট আকারের দালানের দেয়াল বেয়ে ওঠার সক্ষমতা থাকলেও ভবিষ্যতে এ রোবট সুউচ্চ দালানও বেয়ে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে।
দেয়াল বেয়ে ওঠার জন্য রোবটটির শক্তিশালী বৈদ্যুতিক পাখাগুলো ৯২ পাউন্ড বল দিয়ে বাতাস শুষে নেয়। একই সময় রোবটের চারটি রাবারের চাকা কন্ট্রোল ইউনিটের সঙ্গে সংযুক্ত। কন্ট্রোল ইউনিটকে একটি ১১০ ভোল্টের টেথার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রোবটে থাকা ফ্যানগুলোর ইলেকট্রো-ম্যাগনেটিক কম্প্যাটিবিলিটি (ইএমসি) রোবটটিকে সুরক্ষিতভাবে পৃষ্ঠের সঙ্গে যুক্ত করে রাখে। যার ফলে রোবটটি কাজ করার সময় নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
হাউসবটসের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা জ্যাক কর্নে বলেন, ‘আমরা হাউসবট তৈরির জন্য তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে আমাদের প্রথম রোবটটি বিক্রি করতে পেরে অনেক খুশি। আশা করছি, এটি কর্মক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা কমাতে সাহায্য করবে। আমরা ভবিষ্যতে ওয়ারউইক ম্যানুফ্যাকচারিং গ্রুপ “ডব্লিউএমজি”–এর সঙ্গে কাজ চালিয়ে যাব। অন্যান্য ব্যবহারের জন্য আমরা আরও রোবট তৈরি করার পরিকল্পনা করছি যা মানুষের ক্ষতি কমিয়ে আনতে সাহায্য করবে।’
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
২ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
৫ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২১ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে