প্রযুক্তি ডেস্ক
মেটা ছেড়েছেন ভার্চুয়াল রিয়্যালিটির অগ্রদূত খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৪ সালে ২০০ কোটি ডলারে ভিআর কোম্পানি ‘অকুলাস’ অধিগ্রহণ করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর ভিআর প্রযুক্তি প্রধান হিসেবে মেটায় যোগ দেন কারম্যাক।
ইনসাইডারের প্রতিবেদনে তাঁর অভ্যন্তরীণ মেমোর কয়েকটি অংশও প্রকাশিত হয়েছে। সেখানে কারম্যাক এআর এবং ভিআর প্রযুক্তিতে মেটার অগ্রগতি নিয়ে সমালোচনা করেছেন।
ইনসাইডার ও নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের পরপরই টুইটার ও ফেসবুকে কোম্পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কারম্যাক। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্টে তিনি বলেন, ‘আমি মেটা থেকে পদত্যাগ করেছি। কোম্পানির অভ্যন্তরীণ ওয়ার্কপ্লেস ফোরামে প্রকাশিত আমার পোস্ট গণমাধ্যমে ফাঁস হওয়াতে কিছু খণ্ডিত উদ্ধৃতি তৈরি হয়েছে।’ পোস্টে তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টের লিংক যুক্ত করেছেন। মূলত কর্মক্ষেত্রের ফোরামে প্রকাশিত পোস্টটিই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছেন কারম্যাক।
কারম্যাক মেমোটি শুরু করেন ‘কোয়েস্ট ২’ হেডসেটের প্রশংসা করে। ডিভাইসের ভেতর ও বাইরের ট্র্যাকিং ব্যবস্থা, পিসি স্ট্রিমিং সুবিধা, খরচ কার্যকারিতা ও ‘৪ কে’–এর কাছাকাছি স্ক্রিন রেজুলেশন বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘শুরু থেকে একে এমনভাবেই দেখতে চেয়েছিলাম আমি। বিকল্প কিছু সিদ্ধান্ত নিলে ডিভাইসটি আরও দ্রুত উন্নত হতো ও আরও ভালো করতে পারত।’
কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট কর্মী রয়েছে। আমি মনে করি, মেটা তার কর্মীদের সঠিকভাবে ব্যবহার করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘শীর্ষ পর্যায়ের একজন হিসেবে ভেবেছিলাম আমি হয়তো কোম্পানির ভেতরে দরকারি পরিবর্তন আনতে পারব। কিন্তু পারিনি।’
কারম্যাক জানান, তিনি যেসব বিষয় নিয়ে অভিযোগ জানাতেন তার বেশির ভাগই সমাধান হতে এক–দুই বছর লেগেছে। যখন সমস্যাগুলো প্রকট হয়েছে কেবল তখনই মেটা সমাধানের উদ্যোগ নিয়েছে।
তবে পোস্টের একদম শেষে কারম্যাক স্বীকার করেন, ভিআর প্রযুক্তি বিশ্বের বেশির ভাগ মানুষের কাছে মূল্যবান হবে এবং এটি বাস্তবায়নে মেটাই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে মেটার এখনো কিছু জায়গায় আরও উন্নতি করা প্রয়োজন।
মেটা ছেড়েছেন ভার্চুয়াল রিয়্যালিটির অগ্রদূত খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৪ সালে ২০০ কোটি ডলারে ভিআর কোম্পানি ‘অকুলাস’ অধিগ্রহণ করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর ভিআর প্রযুক্তি প্রধান হিসেবে মেটায় যোগ দেন কারম্যাক।
ইনসাইডারের প্রতিবেদনে তাঁর অভ্যন্তরীণ মেমোর কয়েকটি অংশও প্রকাশিত হয়েছে। সেখানে কারম্যাক এআর এবং ভিআর প্রযুক্তিতে মেটার অগ্রগতি নিয়ে সমালোচনা করেছেন।
ইনসাইডার ও নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের পরপরই টুইটার ও ফেসবুকে কোম্পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কারম্যাক। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্টে তিনি বলেন, ‘আমি মেটা থেকে পদত্যাগ করেছি। কোম্পানির অভ্যন্তরীণ ওয়ার্কপ্লেস ফোরামে প্রকাশিত আমার পোস্ট গণমাধ্যমে ফাঁস হওয়াতে কিছু খণ্ডিত উদ্ধৃতি তৈরি হয়েছে।’ পোস্টে তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টের লিংক যুক্ত করেছেন। মূলত কর্মক্ষেত্রের ফোরামে প্রকাশিত পোস্টটিই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছেন কারম্যাক।
কারম্যাক মেমোটি শুরু করেন ‘কোয়েস্ট ২’ হেডসেটের প্রশংসা করে। ডিভাইসের ভেতর ও বাইরের ট্র্যাকিং ব্যবস্থা, পিসি স্ট্রিমিং সুবিধা, খরচ কার্যকারিতা ও ‘৪ কে’–এর কাছাকাছি স্ক্রিন রেজুলেশন বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘শুরু থেকে একে এমনভাবেই দেখতে চেয়েছিলাম আমি। বিকল্প কিছু সিদ্ধান্ত নিলে ডিভাইসটি আরও দ্রুত উন্নত হতো ও আরও ভালো করতে পারত।’
কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট কর্মী রয়েছে। আমি মনে করি, মেটা তার কর্মীদের সঠিকভাবে ব্যবহার করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘শীর্ষ পর্যায়ের একজন হিসেবে ভেবেছিলাম আমি হয়তো কোম্পানির ভেতরে দরকারি পরিবর্তন আনতে পারব। কিন্তু পারিনি।’
কারম্যাক জানান, তিনি যেসব বিষয় নিয়ে অভিযোগ জানাতেন তার বেশির ভাগই সমাধান হতে এক–দুই বছর লেগেছে। যখন সমস্যাগুলো প্রকট হয়েছে কেবল তখনই মেটা সমাধানের উদ্যোগ নিয়েছে।
তবে পোস্টের একদম শেষে কারম্যাক স্বীকার করেন, ভিআর প্রযুক্তি বিশ্বের বেশির ভাগ মানুষের কাছে মূল্যবান হবে এবং এটি বাস্তবায়নে মেটাই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে মেটার এখনো কিছু জায়গায় আরও উন্নতি করা প্রয়োজন।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
২১ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১ দিন আগে