প্রযুক্তি ডেস্ক
‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে।
দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’
মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে।
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন।
‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে।
দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’
মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে।
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
২ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
৫ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে