প্রযুক্তি ডেস্ক
‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে।
দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’
মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে।
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন।
‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে।
দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’
মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে।
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১ দিন আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১ দিন আগে