সুরে সুরে অন্তঃপুরে
মগ্ন দুপুর কিংবা মৌন বিকেল, মন খারাপে বা আনন্দ-উল্লাসে গান শোনার ইচ্ছে জাগে প্রায় সবারই। তবে যা-ই বলি না কেন, গিটার, দোতারা, বাঁশি, কিবোর্ড ইত্যাদি বাদ্যযন্ত্রের ঠিকঠাক আওয়াজ শুনতে না পেলে প্রাণ জুড়াবে না। আর তাই এসব যন্ত্রানুষঙ্গের আওয়াজ আলাদা করে পেতে হলে চাই একটি ভালো মানের সাউন্ড বক্স বা স্পিকার