আফরোজা খানম মুক্তা
ডেজার্ট ছাড়া কি আর ঈদ হয়? সেমাই, পায়েস, পুডিং তো থাকবেই। এসবের সঙ্গে নতুন আর কী রাখা যায় খাবার টেবিলে, ভাবনা তো সেটি নিয়ে। এবাবের ঈদে না হয় বানিয়ে ফেলুন টার্কিশ কোনো মিষ্টি খাবার। আপনাদের জন্য দুটি টার্কিশ ডেজার্টের রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
লোকমা
উপকরণ
ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, ইস্ট ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, পানি পৌনে ১ কাপ, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। হাতে সামান্য সয়াবিন তেল লাগিয়ে আবারও মেখে ঢাকনাসহ গরম জায়গায় ১ ঘণ্টা রেখে দিন। ফুলে ডো ডবল হলে ছোট ছোট বলের মতো করে ডুবো তেলে সোনালি করে কম তাপে ভেজে তুলুন। পরে শিরায় ডুবিয়ে তুলে ওপরে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন টার্কিশ লোকমা।
শিরা তৈরি করবেন যেভাবে
উপকরণ
পানি ১ কাপ, চিনি ১ কাপ, এলাচি ৩ পিস, মধু ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে ৫ থেকে ১০ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিলেই হবে।
বাসবুসা
উপকরণ
ডিম ৪টা, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, সুজি ১ কাপ, সয়াবিন তেল বা বাটার আধা কাপ, টক দই ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, লবণ স্বাদমতো, কোরানো নারকেল আধা কাপ, বেকিং পাউডার ১ চামচ, ময়দা আধা কাপ, বাদামকুচি সাজানোর জন্য।
প্রণালি
বাটিতে ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর সুজি, তেল, টক দই ও লবণ ডিমের মিশ্রণের বাটিতে ঢেলে মিশিয়ে নিন। শেষে কোরানো নারকেল বা শুকনো নারকেল গুঁড়া, ময়দা, বেকিং পাউডার দিয়ে আগের মিশ্রণের সঙ্গে আবারও মিশিয়ে কেক তৈরির পেস্টের মতো তৈরি করুন। এবার কাচের বাটি বা কেকের মোল্ডে তেল ব্রাশ করে তৈরি করা মিশ্রণ ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন। পরে শিরা দিয়ে কেটে পরিবেশন করুন।
শিরা তৈরি করবেন যেভাবে
উপকরণ
পানি ১ কাপ, চিনি ১ কাপ, লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে ৫ থেকে ৭ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হবে শিরা।
ডেজার্ট ছাড়া কি আর ঈদ হয়? সেমাই, পায়েস, পুডিং তো থাকবেই। এসবের সঙ্গে নতুন আর কী রাখা যায় খাবার টেবিলে, ভাবনা তো সেটি নিয়ে। এবাবের ঈদে না হয় বানিয়ে ফেলুন টার্কিশ কোনো মিষ্টি খাবার। আপনাদের জন্য দুটি টার্কিশ ডেজার্টের রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
লোকমা
উপকরণ
ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, ইস্ট ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, পানি পৌনে ১ কাপ, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। হাতে সামান্য সয়াবিন তেল লাগিয়ে আবারও মেখে ঢাকনাসহ গরম জায়গায় ১ ঘণ্টা রেখে দিন। ফুলে ডো ডবল হলে ছোট ছোট বলের মতো করে ডুবো তেলে সোনালি করে কম তাপে ভেজে তুলুন। পরে শিরায় ডুবিয়ে তুলে ওপরে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন টার্কিশ লোকমা।
শিরা তৈরি করবেন যেভাবে
উপকরণ
পানি ১ কাপ, চিনি ১ কাপ, এলাচি ৩ পিস, মধু ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে ৫ থেকে ১০ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিলেই হবে।
বাসবুসা
উপকরণ
ডিম ৪টা, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, সুজি ১ কাপ, সয়াবিন তেল বা বাটার আধা কাপ, টক দই ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, লবণ স্বাদমতো, কোরানো নারকেল আধা কাপ, বেকিং পাউডার ১ চামচ, ময়দা আধা কাপ, বাদামকুচি সাজানোর জন্য।
প্রণালি
বাটিতে ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর সুজি, তেল, টক দই ও লবণ ডিমের মিশ্রণের বাটিতে ঢেলে মিশিয়ে নিন। শেষে কোরানো নারকেল বা শুকনো নারকেল গুঁড়া, ময়দা, বেকিং পাউডার দিয়ে আগের মিশ্রণের সঙ্গে আবারও মিশিয়ে কেক তৈরির পেস্টের মতো তৈরি করুন। এবার কাচের বাটি বা কেকের মোল্ডে তেল ব্রাশ করে তৈরি করা মিশ্রণ ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন। পরে শিরা দিয়ে কেটে পরিবেশন করুন।
শিরা তৈরি করবেন যেভাবে
উপকরণ
পানি ১ কাপ, চিনি ১ কাপ, লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে ৫ থেকে ৭ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হবে শিরা।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৭ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে