Ajker Patrika

ঈদে বাড়ি যাওয়ার আগে এই কাজগুলি করুন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩: ৩৮
ঈদে বাড়ি যাওয়ার আগে এই কাজগুলি করুন

ঈদে ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে গ্রামের বাড়ি কিংবা নিজেদের শহরে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ কিংবা প্লেনের টিকিট বুকিং শেষ কিংবা শেষ পর্যায়ে। ঈদে যেখান থেকেই বাড়ি যান না কেন, কিছু বিষয় খেয়াল রাখুন।

  • ঘর ভালোমতো পরিষ্কার করে পুরোনো চাদর বা ওড়না দিয়ে আসবাব ঢেকে রাখুন। এতে ধুলোবালি থেকে মুক্ত থাকবে সেগুলো।
  • বেসিন, স্নানঘর ও ঘরের কোণে ন্যাপথলিন রেখে যাওয়ার চেষ্টা করুন। এতে অস্বস্তিকর গন্ধ আর পোকামাকড় থেকে রেহাই পাবেন।
  • বাসা থেকে বের হওয়ার আগে বিদ্যুৎ ও গ্যাসের মেইন সুইচ বন্ধ করে দিন।
  • মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মোবাইল ফোনসহ সব ধরনের চার্জারের প্লাগ খুলে রেখে যান।
  • ফ্রিজ ও ময়লার ঝুড়ি খালি করে যান।
  • বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান, যাতে সেগুলো বেঁচে থাকে। প্রয়োজনে গাছে পানি দেওয়ার আধুনিক এক্সেসরিজের ব্যবস্থা করুন।
  • পোষা প্রাণী থাকলে খালি বাসায় রেখে যাবেন না। সম্ভব হলে তাকে সঙ্গে করে নিয়ে যান অথবা পরিচিত কারও বাসায় রেখে যান। তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে যান।
  • বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করুন। প্রতিটি ঘরের দরজা এবং বারান্দার দরজা মূলক করে যান। বাসার মূল দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কে না—সেটা ভালো করে দেখে নিন।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত