মনের গভীরে বাস করে ভালোবাসা। তাই কারও মুখ দেখে বোঝার উপায় নেই, তিনি আপনাকে কতটা ভালোবাসেন। তবে মনের অবস্থাটি অনেক সময় প্রকাশ পায় মানুষের আচরণে। এভাবে সত্যিকার ভালোবাসার বিষয়টিও অনুধাবন করা সম্ভব। সম্প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি উপায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপায় না বলে এটিকে তত্ত্ব বলা ভালো—কমলার খোসা তত্ত্ব। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এই তত্ত্ব ভাইরাল হয়েছে।
‘কমলার খোসা তত্ত্ব’ মূলত আপনাকে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গীর চিন্তাশীল প্রক্রিয়াটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের এক নিবন্ধে বলা হয়েছে, সঙ্গী যদি জিজ্ঞাসা না করেই আপনার জন্য বরাদ্দ কমলার খোসা ফেলে দেয়, তবে এটি সত্যিকার ভালোবাসার একটি লক্ষণ। কমলার খোসা তত্ত্ব অনুযায়ী, তিনি আপনার প্রতি যত্নশীলও।
আক্ষরিক অর্থেই যে কমলার খোসা ছাড়ানোর মাধ্যমে সত্যিকার ভালোবাসা পরিমাপ করতে হবে, এমন নয়। যিনি আপনার জীবনকে সহজ করতে বা আপনার দিনকে একটু রঙিন করে দিতে ছোট ছোট কাজ করেন; যেমন, না জিজ্ঞেস করেই খাবার তৈরি বা পছন্দের ফুলের তোড়া কিনে দেন; কমলার খোসার তত্ত্ব অনুসারে এগুলো খাঁটি ভালোবাসারই লক্ষণ।
সম্প্রতি জেনাস্কেটস নামে এক টিকটকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেনাস্কেটসের জন্য তাঁর প্রেমিক বেশ কিছু ডিমের কুসুম থেকে সাদা অংশটিকে আলাদা করে একটি পাত্রের মধ্যে ভরে রেখেছেন। দীর্ঘ নখের কারণে এই কাজ করতে জেনাস্কেটসকে রীতিমতো সংগ্রাম করতে হয়। বিষয়টি হয়তো খেয়াল করেছিলেন তাঁর প্রেমিক।
ভিডিওতে বিষয়টি দেখাতে গিয়ে জেনাস্কেটস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কখনো ভাবিনি ডিমের সাদা অংশ আমাকে কাঁদাবে।’
ভিডিওটির নিচে যাঁরা মন্তব্য করেছিলেন, তাঁদের অনেকে বিষয়টিকে কমলার খোসা তত্ত্বের সঙ্গে তুলনা করেন। জেনাস্কেটসকে বাহবা দিয়ে তাঁরা দাবি করেন, প্রেমিক তাঁকে সত্যিকার ভালোবাসে এবং যত্ন নেয়।
কমলার খোসা তত্ত্বের নিখুঁত উদাহরণ দিতে গিয়ে একজন মন্তব্য করেছেন, আপনি কোনো কাজ করতে পুরোপুরি সক্ষম, কিন্তু তারপরও যদি আপনার সঙ্গী তা নিজে করে দেয়, তাহলে তত্ত্বটি কাজ করছে।
মনের গভীরে বাস করে ভালোবাসা। তাই কারও মুখ দেখে বোঝার উপায় নেই, তিনি আপনাকে কতটা ভালোবাসেন। তবে মনের অবস্থাটি অনেক সময় প্রকাশ পায় মানুষের আচরণে। এভাবে সত্যিকার ভালোবাসার বিষয়টিও অনুধাবন করা সম্ভব। সম্প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি উপায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপায় না বলে এটিকে তত্ত্ব বলা ভালো—কমলার খোসা তত্ত্ব। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এই তত্ত্ব ভাইরাল হয়েছে।
‘কমলার খোসা তত্ত্ব’ মূলত আপনাকে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গীর চিন্তাশীল প্রক্রিয়াটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের এক নিবন্ধে বলা হয়েছে, সঙ্গী যদি জিজ্ঞাসা না করেই আপনার জন্য বরাদ্দ কমলার খোসা ফেলে দেয়, তবে এটি সত্যিকার ভালোবাসার একটি লক্ষণ। কমলার খোসা তত্ত্ব অনুযায়ী, তিনি আপনার প্রতি যত্নশীলও।
আক্ষরিক অর্থেই যে কমলার খোসা ছাড়ানোর মাধ্যমে সত্যিকার ভালোবাসা পরিমাপ করতে হবে, এমন নয়। যিনি আপনার জীবনকে সহজ করতে বা আপনার দিনকে একটু রঙিন করে দিতে ছোট ছোট কাজ করেন; যেমন, না জিজ্ঞেস করেই খাবার তৈরি বা পছন্দের ফুলের তোড়া কিনে দেন; কমলার খোসার তত্ত্ব অনুসারে এগুলো খাঁটি ভালোবাসারই লক্ষণ।
সম্প্রতি জেনাস্কেটস নামে এক টিকটকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেনাস্কেটসের জন্য তাঁর প্রেমিক বেশ কিছু ডিমের কুসুম থেকে সাদা অংশটিকে আলাদা করে একটি পাত্রের মধ্যে ভরে রেখেছেন। দীর্ঘ নখের কারণে এই কাজ করতে জেনাস্কেটসকে রীতিমতো সংগ্রাম করতে হয়। বিষয়টি হয়তো খেয়াল করেছিলেন তাঁর প্রেমিক।
ভিডিওতে বিষয়টি দেখাতে গিয়ে জেনাস্কেটস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কখনো ভাবিনি ডিমের সাদা অংশ আমাকে কাঁদাবে।’
ভিডিওটির নিচে যাঁরা মন্তব্য করেছিলেন, তাঁদের অনেকে বিষয়টিকে কমলার খোসা তত্ত্বের সঙ্গে তুলনা করেন। জেনাস্কেটসকে বাহবা দিয়ে তাঁরা দাবি করেন, প্রেমিক তাঁকে সত্যিকার ভালোবাসে এবং যত্ন নেয়।
কমলার খোসা তত্ত্বের নিখুঁত উদাহরণ দিতে গিয়ে একজন মন্তব্য করেছেন, আপনি কোনো কাজ করতে পুরোপুরি সক্ষম, কিন্তু তারপরও যদি আপনার সঙ্গী তা নিজে করে দেয়, তাহলে তত্ত্বটি কাজ করছে।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৪ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৬ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে