মনের গভীরে বাস করে ভালোবাসা। তাই কারও মুখ দেখে বোঝার উপায় নেই, তিনি আপনাকে কতটা ভালোবাসেন। তবে মনের অবস্থাটি অনেক সময় প্রকাশ পায় মানুষের আচরণে। এভাবে সত্যিকার ভালোবাসার বিষয়টিও অনুধাবন করা সম্ভব। সম্প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি উপায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপায় না বলে এটিকে তত্ত্ব বলা ভালো—কমলার খোসা তত্ত্ব। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এই তত্ত্ব ভাইরাল হয়েছে।
‘কমলার খোসা তত্ত্ব’ মূলত আপনাকে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গীর চিন্তাশীল প্রক্রিয়াটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের এক নিবন্ধে বলা হয়েছে, সঙ্গী যদি জিজ্ঞাসা না করেই আপনার জন্য বরাদ্দ কমলার খোসা ফেলে দেয়, তবে এটি সত্যিকার ভালোবাসার একটি লক্ষণ। কমলার খোসা তত্ত্ব অনুযায়ী, তিনি আপনার প্রতি যত্নশীলও।
আক্ষরিক অর্থেই যে কমলার খোসা ছাড়ানোর মাধ্যমে সত্যিকার ভালোবাসা পরিমাপ করতে হবে, এমন নয়। যিনি আপনার জীবনকে সহজ করতে বা আপনার দিনকে একটু রঙিন করে দিতে ছোট ছোট কাজ করেন; যেমন, না জিজ্ঞেস করেই খাবার তৈরি বা পছন্দের ফুলের তোড়া কিনে দেন; কমলার খোসার তত্ত্ব অনুসারে এগুলো খাঁটি ভালোবাসারই লক্ষণ।
সম্প্রতি জেনাস্কেটস নামে এক টিকটকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেনাস্কেটসের জন্য তাঁর প্রেমিক বেশ কিছু ডিমের কুসুম থেকে সাদা অংশটিকে আলাদা করে একটি পাত্রের মধ্যে ভরে রেখেছেন। দীর্ঘ নখের কারণে এই কাজ করতে জেনাস্কেটসকে রীতিমতো সংগ্রাম করতে হয়। বিষয়টি হয়তো খেয়াল করেছিলেন তাঁর প্রেমিক।
ভিডিওতে বিষয়টি দেখাতে গিয়ে জেনাস্কেটস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কখনো ভাবিনি ডিমের সাদা অংশ আমাকে কাঁদাবে।’
ভিডিওটির নিচে যাঁরা মন্তব্য করেছিলেন, তাঁদের অনেকে বিষয়টিকে কমলার খোসা তত্ত্বের সঙ্গে তুলনা করেন। জেনাস্কেটসকে বাহবা দিয়ে তাঁরা দাবি করেন, প্রেমিক তাঁকে সত্যিকার ভালোবাসে এবং যত্ন নেয়।
কমলার খোসা তত্ত্বের নিখুঁত উদাহরণ দিতে গিয়ে একজন মন্তব্য করেছেন, আপনি কোনো কাজ করতে পুরোপুরি সক্ষম, কিন্তু তারপরও যদি আপনার সঙ্গী তা নিজে করে দেয়, তাহলে তত্ত্বটি কাজ করছে।
মনের গভীরে বাস করে ভালোবাসা। তাই কারও মুখ দেখে বোঝার উপায় নেই, তিনি আপনাকে কতটা ভালোবাসেন। তবে মনের অবস্থাটি অনেক সময় প্রকাশ পায় মানুষের আচরণে। এভাবে সত্যিকার ভালোবাসার বিষয়টিও অনুধাবন করা সম্ভব। সম্প্রতি ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি উপায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপায় না বলে এটিকে তত্ত্ব বলা ভালো—কমলার খোসা তত্ত্ব। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এই তত্ত্ব ভাইরাল হয়েছে।
‘কমলার খোসা তত্ত্ব’ মূলত আপনাকে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে আপনার সঙ্গীর চিন্তাশীল প্রক্রিয়াটির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এ বিষয়ে দ্য ইনডিপেনডেন্টের এক নিবন্ধে বলা হয়েছে, সঙ্গী যদি জিজ্ঞাসা না করেই আপনার জন্য বরাদ্দ কমলার খোসা ফেলে দেয়, তবে এটি সত্যিকার ভালোবাসার একটি লক্ষণ। কমলার খোসা তত্ত্ব অনুযায়ী, তিনি আপনার প্রতি যত্নশীলও।
আক্ষরিক অর্থেই যে কমলার খোসা ছাড়ানোর মাধ্যমে সত্যিকার ভালোবাসা পরিমাপ করতে হবে, এমন নয়। যিনি আপনার জীবনকে সহজ করতে বা আপনার দিনকে একটু রঙিন করে দিতে ছোট ছোট কাজ করেন; যেমন, না জিজ্ঞেস করেই খাবার তৈরি বা পছন্দের ফুলের তোড়া কিনে দেন; কমলার খোসার তত্ত্ব অনুসারে এগুলো খাঁটি ভালোবাসারই লক্ষণ।
সম্প্রতি জেনাস্কেটস নামে এক টিকটকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেনাস্কেটসের জন্য তাঁর প্রেমিক বেশ কিছু ডিমের কুসুম থেকে সাদা অংশটিকে আলাদা করে একটি পাত্রের মধ্যে ভরে রেখেছেন। দীর্ঘ নখের কারণে এই কাজ করতে জেনাস্কেটসকে রীতিমতো সংগ্রাম করতে হয়। বিষয়টি হয়তো খেয়াল করেছিলেন তাঁর প্রেমিক।
ভিডিওতে বিষয়টি দেখাতে গিয়ে জেনাস্কেটস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘কখনো ভাবিনি ডিমের সাদা অংশ আমাকে কাঁদাবে।’
ভিডিওটির নিচে যাঁরা মন্তব্য করেছিলেন, তাঁদের অনেকে বিষয়টিকে কমলার খোসা তত্ত্বের সঙ্গে তুলনা করেন। জেনাস্কেটসকে বাহবা দিয়ে তাঁরা দাবি করেন, প্রেমিক তাঁকে সত্যিকার ভালোবাসে এবং যত্ন নেয়।
কমলার খোসা তত্ত্বের নিখুঁত উদাহরণ দিতে গিয়ে একজন মন্তব্য করেছেন, আপনি কোনো কাজ করতে পুরোপুরি সক্ষম, কিন্তু তারপরও যদি আপনার সঙ্গী তা নিজে করে দেয়, তাহলে তত্ত্বটি কাজ করছে।
সকালের নাশতায় রোজ কি রুটির সঙ্গে আলুভাজি খেতে ভালো লাগে? কোনো একদিন সকালে বানিয়ে ফেলুন ফুলকো লুচি, আর সঙ্গে থাকতে পারে কাবলি ছোলার ঘুগনি। আপনাদের জন্য কাবলি ছোলার ঘুগনির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন করে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘দ্য গার্ল, আই অ্যাম দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের...
১৫ ঘণ্টা আগেবাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
১৬ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
১৮ ঘণ্টা আগে