সানজিদা সামরিন, ঢাকা
বলিউড, তেলেগু ও তামিল সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়াকে যতবারই স্ক্রিনে দেখেছেন, নিশ্চয়ই ততবারই তার ভুবনভোলানো ত্বকের প্রশংসা করেছেন। এমন দুধে আলতা পেলব ত্বকের রহস্য কী তা জানতেও ভক্তদের উৎসাহের কমতি নেই। এত সুন্দর ত্বকের গোপন রহস্য খুঁজতে গিয়ে জানান যায়, মায়ের দেওয়া টিপসই তার কাছে সেরা। ২০২২ সালে ভোগ ইন্ডিয়াকে এই তারকা জানান, মায়ের কাছ থেকে জেনে নেওয়া টোটকাই তার ভরসা। তার ত্বক সুন্দর রাখতে নিয়মিত যে দুটো প্যাক ব্যবহার করেন, তার বিস্তারিতও তিনি জানান।
তিনি বলেন, ত্বক সুন্দর রাখতে ত্বকের মরাকোষ ঝরানো খুব জরুরি। এরপর ত্বক যেন ভেতর থেকে পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দেওয়া। এমন প্যাক ব্যবহার করতে হবে যেগুলো ত্বকের নমনীয়তাও ধরে রাখে।
এক্সফলিয়েটিং স্ক্রাব প্যাক
এক চা চামচ চন্দন গুঁড়ো, এক চা চামচ কফি ও এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে রাখুন ১০ মিনিট। এরপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এই মাস্ক ব্যবহারে মরাকোষ ঝরে গিয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ।
ময়শ্চারাইজিং ফেস প্যাক
প্রয়োজনমতো গোলাপজল, বেসন ও ঠান্ডা টকদই একসঙ্গে নিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাক মুখ, গলা, ঘাড়সহ পুরো শরীরে ব্যবহার করা যাবে। ত্বকে প্রলেপ দেওয়ার পর অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর কুসুম গরম পানি ও তোয়ালে দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক শীতল রাখে, ত্বকের লালচেভাব দূর করে ও ত্বককে রাখে আর্দ্র। এই প্যাক তোলার পর মুখে গোলাপজল ও পানির মিশ্রণ স্প্রে করলে আরও বেশি উপকার পাওয়া যাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ভোগ ইন্ডিয়া
বলিউড, তেলেগু ও তামিল সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়াকে যতবারই স্ক্রিনে দেখেছেন, নিশ্চয়ই ততবারই তার ভুবনভোলানো ত্বকের প্রশংসা করেছেন। এমন দুধে আলতা পেলব ত্বকের রহস্য কী তা জানতেও ভক্তদের উৎসাহের কমতি নেই। এত সুন্দর ত্বকের গোপন রহস্য খুঁজতে গিয়ে জানান যায়, মায়ের দেওয়া টিপসই তার কাছে সেরা। ২০২২ সালে ভোগ ইন্ডিয়াকে এই তারকা জানান, মায়ের কাছ থেকে জেনে নেওয়া টোটকাই তার ভরসা। তার ত্বক সুন্দর রাখতে নিয়মিত যে দুটো প্যাক ব্যবহার করেন, তার বিস্তারিতও তিনি জানান।
তিনি বলেন, ত্বক সুন্দর রাখতে ত্বকের মরাকোষ ঝরানো খুব জরুরি। এরপর ত্বক যেন ভেতর থেকে পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দেওয়া। এমন প্যাক ব্যবহার করতে হবে যেগুলো ত্বকের নমনীয়তাও ধরে রাখে।
এক্সফলিয়েটিং স্ক্রাব প্যাক
এক চা চামচ চন্দন গুঁড়ো, এক চা চামচ কফি ও এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে রাখুন ১০ মিনিট। এরপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এই মাস্ক ব্যবহারে মরাকোষ ঝরে গিয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ।
ময়শ্চারাইজিং ফেস প্যাক
প্রয়োজনমতো গোলাপজল, বেসন ও ঠান্ডা টকদই একসঙ্গে নিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাক মুখ, গলা, ঘাড়সহ পুরো শরীরে ব্যবহার করা যাবে। ত্বকে প্রলেপ দেওয়ার পর অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর কুসুম গরম পানি ও তোয়ালে দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক শীতল রাখে, ত্বকের লালচেভাব দূর করে ও ত্বককে রাখে আর্দ্র। এই প্যাক তোলার পর মুখে গোলাপজল ও পানির মিশ্রণ স্প্রে করলে আরও বেশি উপকার পাওয়া যাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ভোগ ইন্ডিয়া
রোড ট্রিপের জন্য গাড়িতে ভ্রমণ নিঃসন্দেহে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু এই আনন্দ মাঝেমধ্যে কিছুটা মানসিক চাপের কারণ হতে পারে, বিশেষ করে যখন চালকেরা অযথা হর্ন বাজান কিংবা ঘন ঘন হেডলাইট জ্বালান আর বন্ধ করেন। বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যেগুলোতে ‘বন্ধুসুলভ চালক’ পাওয়া যায়।
১৩ ঘণ্টা আগেফিটনেসের ব্যাপারে যিনি কোনো আপস করেন না, তিনি শিল্পা শেঠি। ৫০ বছর বয়সী বলিউড তারকা শিল্পা শেঠি শুধু রুপালি পর্দাতেই নয়, ফিটনেস ও যোগব্যায়ামের জগতেও ব্যাপকভাবে পরিচিত। তাঁর নিয়মিত যোগচর্চা ও ফিটনেস টিপস বহু মানুষকে...
১৬ ঘণ্টা আগেপ্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণ গ্রাম। এখন যেটি সোনারগাঁ নামে বেশি পরিচিত। বড় নগর, খাস নগর, পানাম নগর—প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। ঈসা খাঁ সেখানেই করেছিলেন বাংলার রাজধানী। এখানে কয়েক শতাব্দী পুরোনো অনেক ভবন রয়েছে, যেগুলো বাংলার বারোভূঁইয়াদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত
১৭ ঘণ্টা আগেভ্রমণের জন্য বিখ্যাত থাইল্যান্ড। আর স্ট্রিট ফুডের জন্য জনপ্রিয় দেশটির রাজধানী ব্যাংকক। শহরটির রাস্তা থেকে গলি—খাবারের ঘ্রাণ আর রং মানুষকে বিমোহিত করে রাখে। এটি স্থানীয় সংস্কৃতি ও জীবনধারার অংশ। তবে এই অভিজ্ঞতা উপভোগ করতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তাহলে ভ্রমণের পুরো আমেজ পেতে পারেন।
১৮ ঘণ্টা আগে