ফিচার ডেস্ক
পাপোশের ওপর জুস, তেল বা ময়লার দাগ ঘরের সৌন্দর্যহানি ঘটায়। ঘরে থাকা কিছু উপাদান সঠিক অনুপাতে ব্যবহার করে এসব দাগ তুলে ফেলা সম্ভব।
তবে মনে রাখতে হবে, একই মিশ্রণ বা পরিষ্কারক দিয়ে সব প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু থেকে দাগ তোলা যায় না। তাই পরিষ্কার করার আগে অল্প মিশ্রণ পাপোশের কোনায় লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য যেসব মিশ্রণ বা পরিষ্কারক কাজে লাগাতে পারেন:
ডিশ ওয়াশিং লিকুইড
১ কাপ কুসুম গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মেশান। এবার পেপার টাওয়েল নিয়ে ঘষে দাগ তুলে নিন। চারদিক পরিষ্কার করার পর মাঝের জায়গাটা পরিষ্কার করুন। চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলে নিন।
সিরকা
সাদা সিরকা ও সমপরিমাণ পানি স্প্রে বোতলে ভরে নিন। পাপোশে স্প্রে করে পেপার টাওয়েল দিয়ে চাপ দিলে দাগ দূর হবে।
নেইলপলিশ রিমুভার
এর জন্য ড্রাই ফ্রি নেইলপলিশ রিমুভার প্রয়োজন হবে। নেইলপলিশের দাগ তুলতে সাদা কাপড় রিমুভারে ভিজিয়ে নিন। তারপর চেপে চেপে দাগ তুলে ফেলুন। মনে রাখবেন, দাগ পড়ার পর যত দ্রুত তা পরিষ্কার করবেন, তত ভালো ফল পাবেন।
বেকিং সোডা
সময়ের সঙ্গে সঙ্গে পাপোশে উৎকট গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করতে বেকিং সোডা পুরো কার্পেটে ছড়িয়ে দিতে হবে। বেকিং সোডার এই গুঁড়া ১ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যত বেশি সময় বেকিং সোডা রাখা হবে, তত বেশি গন্ধ দূর হবে।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস
পাপোশের ওপর জুস, তেল বা ময়লার দাগ ঘরের সৌন্দর্যহানি ঘটায়। ঘরে থাকা কিছু উপাদান সঠিক অনুপাতে ব্যবহার করে এসব দাগ তুলে ফেলা সম্ভব।
তবে মনে রাখতে হবে, একই মিশ্রণ বা পরিষ্কারক দিয়ে সব প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু থেকে দাগ তোলা যায় না। তাই পরিষ্কার করার আগে অল্প মিশ্রণ পাপোশের কোনায় লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য যেসব মিশ্রণ বা পরিষ্কারক কাজে লাগাতে পারেন:
ডিশ ওয়াশিং লিকুইড
১ কাপ কুসুম গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মেশান। এবার পেপার টাওয়েল নিয়ে ঘষে দাগ তুলে নিন। চারদিক পরিষ্কার করার পর মাঝের জায়গাটা পরিষ্কার করুন। চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলে নিন।
সিরকা
সাদা সিরকা ও সমপরিমাণ পানি স্প্রে বোতলে ভরে নিন। পাপোশে স্প্রে করে পেপার টাওয়েল দিয়ে চাপ দিলে দাগ দূর হবে।
নেইলপলিশ রিমুভার
এর জন্য ড্রাই ফ্রি নেইলপলিশ রিমুভার প্রয়োজন হবে। নেইলপলিশের দাগ তুলতে সাদা কাপড় রিমুভারে ভিজিয়ে নিন। তারপর চেপে চেপে দাগ তুলে ফেলুন। মনে রাখবেন, দাগ পড়ার পর যত দ্রুত তা পরিষ্কার করবেন, তত ভালো ফল পাবেন।
বেকিং সোডা
সময়ের সঙ্গে সঙ্গে পাপোশে উৎকট গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করতে বেকিং সোডা পুরো কার্পেটে ছড়িয়ে দিতে হবে। বেকিং সোডার এই গুঁড়া ১ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যত বেশি সময় বেকিং সোডা রাখা হবে, তত বেশি গন্ধ দূর হবে।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস
রোড ট্রিপের জন্য গাড়িতে ভ্রমণ নিঃসন্দেহে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু এই আনন্দ মাঝেমধ্যে কিছুটা মানসিক চাপের কারণ হতে পারে, বিশেষ করে যখন চালকেরা অযথা হর্ন বাজান কিংবা ঘন ঘন হেডলাইট জ্বালান আর বন্ধ করেন। বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যেগুলোতে ‘বন্ধুসুলভ চালক’ পাওয়া যায়।
৭ ঘণ্টা আগেফিটনেসের ব্যাপারে যিনি কোনো আপস করেন না, তিনি শিল্পা শেঠি। ৫০ বছর বয়সী বলিউড তারকা শিল্পা শেঠি শুধু রুপালি পর্দাতেই নয়, ফিটনেস ও যোগব্যায়ামের জগতেও ব্যাপকভাবে পরিচিত। তাঁর নিয়মিত যোগচর্চা ও ফিটনেস টিপস বহু মানুষকে...
১০ ঘণ্টা আগেপ্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণ গ্রাম। এখন যেটি সোনারগাঁ নামে বেশি পরিচিত। বড় নগর, খাস নগর, পানাম নগর—প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। ঈসা খাঁ সেখানেই করেছিলেন বাংলার রাজধানী। এখানে কয়েক শতাব্দী পুরোনো অনেক ভবন রয়েছে, যেগুলো বাংলার বারোভূঁইয়াদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত
১১ ঘণ্টা আগেভ্রমণের জন্য বিখ্যাত থাইল্যান্ড। আর স্ট্রিট ফুডের জন্য জনপ্রিয় দেশটির রাজধানী ব্যাংকক। শহরটির রাস্তা থেকে গলি—খাবারের ঘ্রাণ আর রং মানুষকে বিমোহিত করে রাখে। এটি স্থানীয় সংস্কৃতি ও জীবনধারার অংশ। তবে এই অভিজ্ঞতা উপভোগ করতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তাহলে ভ্রমণের পুরো আমেজ পেতে পারেন।
১২ ঘণ্টা আগে