নাজমুল ইসলাম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক শহীদ মিনারটির নকশা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. মাহবুব হাসান ত্বোহা। সম্ভবত এ ঘটনা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম। বিশ্ববিদ্যালয়ের কোনো কিছুর নকশা করিয়ে নেওয়া হয় প্রতিষ্ঠিত কোনো শিল্পী বা স্থপতির কাছে। এটিই সাধারণ রেওয়াজ। কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়েছিল একজন শিক্ষার্থীকে।
শুরুর গল্প
২০১৮ সালের এপ্রিলের মাঝামাঝি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় শহীদ মিনার নির্মিত হবে। একটি প্রতিষ্ঠান থেকে নকশা নেওয়া হয়। সে সময়কার উপাচার্যের ওই নকশা পছন্দ না হওয়ায় প্রস্তাবিত শহীদ মিনারের নকশার দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগকে। ওই সময়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অদিতি বিশ্বাসের ভাবনা ছিল শিক্ষার্থীদের দিয়েই বিশ্ববিদ্যালয়ের স্থাপনার নকশাটি করানো। তাই তিনি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করেন। সেই প্রতিযোগিতায় অংশ নেন ত্বোহা।
নকশা নিয়ে ভাবনা
প্রতিযোগিতার জন্য প্রজেক্ট জমা দেওয়ার সময় ছিল দুই মাস। দীর্ঘ সময় পেলেও ত্বোহার মাথায় কোনো ধারণা আসছিল না। অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারপর হঠাৎ ভাবনা এল। যেহেতু শহীদ মিনার নিয়ে কাজ, তাই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানা দরকার। তিনি ভাষা আন্দোলনের ওপর ছয়টি বই কেনেন। তারপর ইতিহাস বোঝার চেষ্টা করেন। শহীদ মিনারের নকশার ধারণা তৈরির চেষ্টা করেন।
ত্বোহার ভাবনায়, শহীদ মিনারের সামনের হেলানো কালো দেয়ালটি হলো উর্দুকে বাঙালিদের ওপর চাপিয়ে দেওয়া পাকিস্তানি অপশক্তির প্রতীক। অন্যদিকে পেছনের সাদা দেয়ালটি ভাষা আন্দোলনে অনুপ্রেরণাদানকারী শুভশক্তির প্রতীক। মাঝের লম্বা পিলারটি হেলানো অপশক্তির কালো দেয়ালকে কিছুটা ভেঙে বা ভেদ করে অসীমের দিকে উঠে গেছে। কোনো কিছুর মধ্য দিয়ে কিছু চলে গেলে সেটা মৃত্যু বোঝায়; অর্থাৎ আন্দোলনকারীরা মৃত্যুর মধ্য দিয়ে জয়লাভ করেছেন।
প্রজেক্ট বাছাইপর্ব
দুই মাস পর বিভিন্ন ব্যাচের ২৮টি প্রজেক্ট জমা পড়ে। এরপর বাছাই করে চারটি প্রজেক্ট আলাদা করা হয়। এই চারটির মধ্যে ত্বোহারটিও ছিল। সেই চারজনের মধ্য থেকে একজনকে বাছাই করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। বাছাইপর্বে জুরিবোর্ডে সে সময়কার উপাচার্যসহ বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিচারকেরা চারজনকেই তাঁদের নকশার আরও উন্নতি করতে বলেন। সময় দেওয়া হয় আরও এক মাস। অবশেষে মাহবুব হাসান ত্বোহার নকশাটি জয়ী হয়। ধারণা তৈরি থেকে নির্মাণকাজ শুরুর এক মাস আগপর্যন্ত প্রকল্পটিতে সময় লেগেছিল প্রায়
দুই বছর।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক শহীদ মিনারটির নকশা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. মাহবুব হাসান ত্বোহা। সম্ভবত এ ঘটনা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম। বিশ্ববিদ্যালয়ের কোনো কিছুর নকশা করিয়ে নেওয়া হয় প্রতিষ্ঠিত কোনো শিল্পী বা স্থপতির কাছে। এটিই সাধারণ রেওয়াজ। কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়েছিল একজন শিক্ষার্থীকে।
শুরুর গল্প
২০১৮ সালের এপ্রিলের মাঝামাঝি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় শহীদ মিনার নির্মিত হবে। একটি প্রতিষ্ঠান থেকে নকশা নেওয়া হয়। সে সময়কার উপাচার্যের ওই নকশা পছন্দ না হওয়ায় প্রস্তাবিত শহীদ মিনারের নকশার দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগকে। ওই সময়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অদিতি বিশ্বাসের ভাবনা ছিল শিক্ষার্থীদের দিয়েই বিশ্ববিদ্যালয়ের স্থাপনার নকশাটি করানো। তাই তিনি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করেন। সেই প্রতিযোগিতায় অংশ নেন ত্বোহা।
নকশা নিয়ে ভাবনা
প্রতিযোগিতার জন্য প্রজেক্ট জমা দেওয়ার সময় ছিল দুই মাস। দীর্ঘ সময় পেলেও ত্বোহার মাথায় কোনো ধারণা আসছিল না। অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারপর হঠাৎ ভাবনা এল। যেহেতু শহীদ মিনার নিয়ে কাজ, তাই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানা দরকার। তিনি ভাষা আন্দোলনের ওপর ছয়টি বই কেনেন। তারপর ইতিহাস বোঝার চেষ্টা করেন। শহীদ মিনারের নকশার ধারণা তৈরির চেষ্টা করেন।
ত্বোহার ভাবনায়, শহীদ মিনারের সামনের হেলানো কালো দেয়ালটি হলো উর্দুকে বাঙালিদের ওপর চাপিয়ে দেওয়া পাকিস্তানি অপশক্তির প্রতীক। অন্যদিকে পেছনের সাদা দেয়ালটি ভাষা আন্দোলনে অনুপ্রেরণাদানকারী শুভশক্তির প্রতীক। মাঝের লম্বা পিলারটি হেলানো অপশক্তির কালো দেয়ালকে কিছুটা ভেঙে বা ভেদ করে অসীমের দিকে উঠে গেছে। কোনো কিছুর মধ্য দিয়ে কিছু চলে গেলে সেটা মৃত্যু বোঝায়; অর্থাৎ আন্দোলনকারীরা মৃত্যুর মধ্য দিয়ে জয়লাভ করেছেন।
প্রজেক্ট বাছাইপর্ব
দুই মাস পর বিভিন্ন ব্যাচের ২৮টি প্রজেক্ট জমা পড়ে। এরপর বাছাই করে চারটি প্রজেক্ট আলাদা করা হয়। এই চারটির মধ্যে ত্বোহারটিও ছিল। সেই চারজনের মধ্য থেকে একজনকে বাছাই করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। বাছাইপর্বে জুরিবোর্ডে সে সময়কার উপাচার্যসহ বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিচারকেরা চারজনকেই তাঁদের নকশার আরও উন্নতি করতে বলেন। সময় দেওয়া হয় আরও এক মাস। অবশেষে মাহবুব হাসান ত্বোহার নকশাটি জয়ী হয়। ধারণা তৈরি থেকে নির্মাণকাজ শুরুর এক মাস আগপর্যন্ত প্রকল্পটিতে সময় লেগেছিল প্রায়
দুই বছর।
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৮ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৯ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
১০ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
১০ ঘণ্টা আগে