হাই হিলকে কি বিদায় জানাচ্ছেন নারীরা
ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে ট্রেন্ড বদলাতে থাকে। সম্প্রতি একটি ট্রেন্ড সবার নজর কেড়েছে। তা হলো, হাই হিলের জনপ্রিয়তা ক্রমেই কমে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মহামারি দৈনন্দিন ফ্যাশনে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গির কোপে ফ্যাশন রাজত্ব হারাচ্ছে হাই হিল।