বিভাবরী রায়, ঢাকা
বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে। আর শহুরে জীবনে উৎসব মানে যেন আনন্দের ফুরসত।
উৎসবের শপিংটা হয় খুব বুঝে-শুনে। আজকাল নারীদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু নিজেদের সাজ-পোশাক নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। উৎসবের দিনগুলোয় যাতে দেখতে ভালো লাগে আর ছবিতে অনন্য দেখায়, সেদিকে নজর রয়েছে তাঁদেরও। সামনেই শারদীয় দুর্গাপূজা। পূজায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরুষের সাজ-পোশাক কেমন হতে পারে, তা নিয়েই এবারের আয়োজন।
সপ্তমীতে স্বতঃস্ফূর্ত: সপ্তমীর সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সমাগমে একটু হালকা-পাতলা পোশাকই পরা ভালো। এলাকাভিত্তিক মণ্ডপগুলো এক চক্কর দেওয়ার জন্য প্যান্টের ওপর ডিজিটাল প্রিন্টের মাল্টিকালার হাফশার্ট পরেই রওনা দিতে পারেন। একটু সাহস করে সন্ধ্য়ায় চোখে পরে নিতে পারেন স্টাইলিশ সানগ্লাসও!
অষ্টমীর শুভ্রসাজে: অষ্টমীতে লাল-সাদা বা ঘিয়ে-লাল রঙের কম্বিনেশনে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরতে পারেন। ধুতির সঙ্গে চটি জুতা বা নাগরা বেশ মানিয়ে যাবে। এদিন বিকেলে একটু রংচঙা পোশাক পরলেও মন্দ হয় না। একটু এক্সপেরিমেন্টাল বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও দিব্য়ি মানিয়ে যাবে। ডেনিমের সঙ্গে আঙ্গারাখা কাটিংয়ের পাঞ্জাবি পরে আড্ডার মধ্য়মণি হয়ে উঠতে পারেন।
নবমীতে এথনিক লুক: ডেনিমের ওপর গরদের পাঞ্জাবি ও ডিজিটাল প্রিন্টের রঙিন কোনো কোট চাপিয়ে প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। একরঙা যেকোনো পাঞ্জাবির ওপরও এ ধরনের কোট বা কটি বেশ ভালো লাগে। সে ক্ষেত্রে কটির নকশা যেন একটু জাঁকজমক হয়, সেদিকে নজর দেওয়া চাই।
দশমীতে সিঁদুররঙা: দশমীর দিন যেহেতু সিঁদুর খেলার আয়োজন থাকে, তাই পোশাকে লাল রংটা একটু প্রাধান্য দিতে পারেন। লাল রঙের ধুতির ওপর ফোক ডিজাইনের পাঞ্জাবি পরলে দারুণ লাগবে।
বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে। আর শহুরে জীবনে উৎসব মানে যেন আনন্দের ফুরসত।
উৎসবের শপিংটা হয় খুব বুঝে-শুনে। আজকাল নারীদের পাশাপাশি পুরুষেরাও কিন্তু নিজেদের সাজ-পোশাক নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। উৎসবের দিনগুলোয় যাতে দেখতে ভালো লাগে আর ছবিতে অনন্য দেখায়, সেদিকে নজর রয়েছে তাঁদেরও। সামনেই শারদীয় দুর্গাপূজা। পূজায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরুষের সাজ-পোশাক কেমন হতে পারে, তা নিয়েই এবারের আয়োজন।
সপ্তমীতে স্বতঃস্ফূর্ত: সপ্তমীর সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সমাগমে একটু হালকা-পাতলা পোশাকই পরা ভালো। এলাকাভিত্তিক মণ্ডপগুলো এক চক্কর দেওয়ার জন্য প্যান্টের ওপর ডিজিটাল প্রিন্টের মাল্টিকালার হাফশার্ট পরেই রওনা দিতে পারেন। একটু সাহস করে সন্ধ্য়ায় চোখে পরে নিতে পারেন স্টাইলিশ সানগ্লাসও!
অষ্টমীর শুভ্রসাজে: অষ্টমীতে লাল-সাদা বা ঘিয়ে-লাল রঙের কম্বিনেশনে সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরতে পারেন। ধুতির সঙ্গে চটি জুতা বা নাগরা বেশ মানিয়ে যাবে। এদিন বিকেলে একটু রংচঙা পোশাক পরলেও মন্দ হয় না। একটু এক্সপেরিমেন্টাল বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও দিব্য়ি মানিয়ে যাবে। ডেনিমের সঙ্গে আঙ্গারাখা কাটিংয়ের পাঞ্জাবি পরে আড্ডার মধ্য়মণি হয়ে উঠতে পারেন।
নবমীতে এথনিক লুক: ডেনিমের ওপর গরদের পাঞ্জাবি ও ডিজিটাল প্রিন্টের রঙিন কোনো কোট চাপিয়ে প্যান্ডেল ঘুরে দেখতে পারেন। একরঙা যেকোনো পাঞ্জাবির ওপরও এ ধরনের কোট বা কটি বেশ ভালো লাগে। সে ক্ষেত্রে কটির নকশা যেন একটু জাঁকজমক হয়, সেদিকে নজর দেওয়া চাই।
দশমীতে সিঁদুররঙা: দশমীর দিন যেহেতু সিঁদুর খেলার আয়োজন থাকে, তাই পোশাকে লাল রংটা একটু প্রাধান্য দিতে পারেন। লাল রঙের ধুতির ওপর ফোক ডিজাইনের পাঞ্জাবি পরলে দারুণ লাগবে।
সকালের নাশতায় রোজ কি রুটির সঙ্গে আলুভাজি খেতে ভালো লাগে? কোনো একদিন সকালে বানিয়ে ফেলুন ফুলকো লুচি, আর সঙ্গে থাকতে পারে কাবলি ছোলার ঘুগনি। আপনাদের জন্য কাবলি ছোলার ঘুগনির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৮ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো ১১ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন করে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘দ্য গার্ল, আই অ্যাম দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস’ বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের...
৮ ঘণ্টা আগেবাড়িতে থাকলে সকালে উঠেই চা বা কফি পান করা অনেকের প্রধান অভ্যাস। কোথাও ছুটিতে গেলেও সেই অভ্যাস ছাড়তে পারেন না তাঁরা। ভ্রমণের সময় হোটেলের যে কক্ষে থাকেন, সকালে উঠে সেখানেই সকালের চা-কফির পর্ব সেরে নিতে চান অনেকে। কিন্তু আপনি কি জানেন, কেটলি কতটা স্বাস্থ্যসম্মত? পরের বার যখন কোনো হোটেল রুমে থাকবেন..
১০ ঘণ্টা আগেরক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়। সুস্থ থাকা এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধের জন্যও এটি সমান জরুরি। আমাদের অনেকের ধারণা, ‘আমি তো বেশি মিষ্টি খাই না, তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে কেন?’ কিন্তু আসল সমস্যা হলো কিছু সাধারণ দৈনন্দিন অভ্যাস। যেগুলো আমরা...
১১ ঘণ্টা আগে