Ajker Patrika

পর্দা উঠল নিউইয়র্ক ফ্যাশন উইকের

মোশারফ হোসেন
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২: ৫৮
পর্দা উঠল নিউইয়র্ক ফ্যাশন উইকের

গত শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নিউইয়র্ক ফ্যাশন উইক। আগামী বছরের বসন্ত ও গ্রীষ্মকে কেন্দ্র করে এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৭০ জনের বেশি ডিজাইনার। ক্ল্যাসিক রাল্ফ লরেন, ক্যারোলিনা হেরেরার সঙ্গে থাকছে পালোমো স্পেন এবং লাকুয়ান স্মিথের মতো উদ্ভাবনী ব্র্যান্ডের প্রদর্শনী।

সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবার বেশ কিছু রানওয়ে শো প্রথম দিনের আগেই অনুষ্ঠিত হয়। যেমন—কোচ, ভিক্টোরিয়াস সিক্রেট, প্রিটি লিটল থিং ইত্যাদি। এই ফ্যাশন উইকের মূল আয়োজন চলবে ছয় দিন ধরে। চার বছর পর এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে দেখা মিলেছে তারকা ফ্যাশন হাউস রাল্ফ লরেনের। এই ব্র্যান্ডের ডেনিম বিশ্ববিখ্যাত।

তবে পুঁতি ও সূচিকর্মের তৈরি জামা বা ফুলেল স্কার্টের মতো পোশাকের দিকে নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। লরেন আধুনিক, সাহসী, রোমান্টিক ও প্রাণবন্ত নারীদের জন্য উজ্জ্বল রঙের মার্জিত এবং পরিশীলিত পোশাক দিয়ে নতুন করে পরিচিত হতে চায়। এবার আয়োজনে সোনালি রঙের রাল্ফ লরেনের পোশাকে রানওয়ে মাতিয়ে রাখেন মডেল ক্রিস্ট টার্লিংটন এবং অভিনেত্রী রবিন রাইট ও অ্যামান্ডা সেফ্রিড। এদিকে দীর্ঘ বিরতির পর ফিরছে জোনাথান কোহেন ও ৩.১ ফিলিপ লিম।

মডেল ও তারকাদের উপস্থিতি
নিউইয়র্ক ফ্যাশন উইকে মডেল জিজি হাদিদ ভিক্টোরিয়াস সিক্রেটের উজ্জ্বল হলুদ জামার সঙ্গে কালো হিল ও ঠোঁটে ন্য়ুড লিপস্টিক পরেন। সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজকে দেখা যায় পাশ্চাত্য ধাঁচের পোশাকে।

এর মধ্যে ছিল ফ্রিঞ্জ সোয়েট জ্যাকেট, গয়না, স্নেকস্কিন বুট। ‘দ্য সামার আই টার্নড প্রিটি’ সিরিজের অভিনেত্রী লোলা টাংও আলো ছড়িয়েছেন নিউইয়র্ক ফ্যাশন উইকের উদ্বোধনী দিনে। তাঁর ডাইনোসর চোকার, ভিন্ন ধরনের দুই কানের দুল এবং ঝকঝকে ও স্ট্র্যাপি ছোট্ট কালো পোশাকে মাত হয়েছেন অনেকে।

সূত্র: দ্য ন্যাশনাল নিউজ ও ইয়াহু
ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানায় সেনাবাহিনী মোর‍্যালি আপসেট, তবে সবসময় ন্যায়ের পক্ষে: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত