নাহিন আশরাফ
আশি-নব্বইয়ের দশকের স্মৃতিচারণার জন্য ছবির অ্যালবাম খুললে ড্রইংরুম কিংবা বাড়ির আঙিনায় সাজানো বেতের আসবাব চোখে পড়বে। সেই সময়ে মধ্যবিত্ত থেকে অভিজাত—ঘর সাজানোর জন্য সাধারণভাবে বেছে নিত বেতের আসবাব। দামে সাশ্রয়ী ও টেকসই হওয়ার কারণে বেতের আসবাব তখন বেশ জনপ্রিয় ছিল। সেই পুরোনো বেতের আসবাব আবারও ফিরে আসছে নতুন রূপে।
সময়ের সঙ্গে বেতের আসবাবের নকশায় এসেছে ভিন্নতা। আবার কাঠের আসবাবের মধ্যেও রাখা হচ্ছে বেতের মিশ্রণ। এখন যেকোনো আসবাবে কাঠের ব্যবহার কিছুটা কমিয়ে কাঠ ও বেতের মিশ্রণে বৈচিত্র্য আনার চেষ্টা চলছে।
বসার ঘর বড় হলে সেখানে রাখা যেতে পারে বেতের আর্মচেয়ার। এগুলোর হ্যান্ড রেস্ট কিংবা পায়ায় কাঠের ব্যবহার করা হলেও সিটে থাকছে বেত। কাঠের চেয়ারের সঙ্গে ব্যবহার করা হচ্ছে বেতের জালি, যা চেয়ারের নকশা পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে। কাঠের বুকশেলফের নকশা করা হচ্ছে বেত দিয়ে। ঘর সাজাতে জনপ্রিয় হয়ে উঠেছে বেতের ফ্রেমে তৈরি আয়না। এগুলোর কোথাও আবার ব্যবহার করা হচ্ছে কাঠ। ফলে সেগুলো হচ্ছে দৃষ্টিনন্দন, তাতে ফুটে উঠছে আভিজাত্য। আসবাবের ক্ষেত্রে পুরোনো আমলের নকশা এখনো বেশ জনপ্রিয়। সে জন্য চিরাচরিত কাঠের খাটের মধ্যেও বেতের স্পর্শ নিয়ে আসা হচ্ছে। খাটের হেড বোর্ডের মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে বেত। দেয়াল সাজানোর জন্য কাঠের ফ্রেমের মধ্যে ব্যবহার করা হয় বেতের জালি।
সৃজনশীল নকশা, ওজনে হালকা, টেকসই ও দাম সাধ্যের মধ্য়ে হওয়ায় বর্তমানে বেতের আসবাব জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলো মেরামতের ঝামেলাও কম। বাঁধন খুলে গেলে বা ছিঁড়ে গেলে বাঁশ ও বেতের দোকান থেকে খুব সহজে ঠিক করে নেওয়া যায়।
রুম্মান আরা ফারুকী
প্রধান স্থপতি, স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন, স্টুডিও স্বয়ং
বড় বড় আসবাব ছাড়াও ঘরের কোণে গাছ রাখার প্ল্যান্টার, খাবার পরিবেশনের ট্রে, টুকিটাকি জিনিস রাখার স্টোরেজ, ল্যাম্পশেড ইত্যাদি তৈরি হচ্ছে বেত দিয়ে। এতে বাড়িতে ব্যতিক্রমী লুক তো আসছেই, সঙ্গে থাকছে ঐতিহ্যের ছোঁয়া।
ব্যবহারের টিপস
আশি-নব্বইয়ের দশকের স্মৃতিচারণার জন্য ছবির অ্যালবাম খুললে ড্রইংরুম কিংবা বাড়ির আঙিনায় সাজানো বেতের আসবাব চোখে পড়বে। সেই সময়ে মধ্যবিত্ত থেকে অভিজাত—ঘর সাজানোর জন্য সাধারণভাবে বেছে নিত বেতের আসবাব। দামে সাশ্রয়ী ও টেকসই হওয়ার কারণে বেতের আসবাব তখন বেশ জনপ্রিয় ছিল। সেই পুরোনো বেতের আসবাব আবারও ফিরে আসছে নতুন রূপে।
সময়ের সঙ্গে বেতের আসবাবের নকশায় এসেছে ভিন্নতা। আবার কাঠের আসবাবের মধ্যেও রাখা হচ্ছে বেতের মিশ্রণ। এখন যেকোনো আসবাবে কাঠের ব্যবহার কিছুটা কমিয়ে কাঠ ও বেতের মিশ্রণে বৈচিত্র্য আনার চেষ্টা চলছে।
বসার ঘর বড় হলে সেখানে রাখা যেতে পারে বেতের আর্মচেয়ার। এগুলোর হ্যান্ড রেস্ট কিংবা পায়ায় কাঠের ব্যবহার করা হলেও সিটে থাকছে বেত। কাঠের চেয়ারের সঙ্গে ব্যবহার করা হচ্ছে বেতের জালি, যা চেয়ারের নকশা পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে। কাঠের বুকশেলফের নকশা করা হচ্ছে বেত দিয়ে। ঘর সাজাতে জনপ্রিয় হয়ে উঠেছে বেতের ফ্রেমে তৈরি আয়না। এগুলোর কোথাও আবার ব্যবহার করা হচ্ছে কাঠ। ফলে সেগুলো হচ্ছে দৃষ্টিনন্দন, তাতে ফুটে উঠছে আভিজাত্য। আসবাবের ক্ষেত্রে পুরোনো আমলের নকশা এখনো বেশ জনপ্রিয়। সে জন্য চিরাচরিত কাঠের খাটের মধ্যেও বেতের স্পর্শ নিয়ে আসা হচ্ছে। খাটের হেড বোর্ডের মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে বেত। দেয়াল সাজানোর জন্য কাঠের ফ্রেমের মধ্যে ব্যবহার করা হয় বেতের জালি।
সৃজনশীল নকশা, ওজনে হালকা, টেকসই ও দাম সাধ্যের মধ্য়ে হওয়ায় বর্তমানে বেতের আসবাব জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলো মেরামতের ঝামেলাও কম। বাঁধন খুলে গেলে বা ছিঁড়ে গেলে বাঁশ ও বেতের দোকান থেকে খুব সহজে ঠিক করে নেওয়া যায়।
রুম্মান আরা ফারুকী
প্রধান স্থপতি, স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন, স্টুডিও স্বয়ং
বড় বড় আসবাব ছাড়াও ঘরের কোণে গাছ রাখার প্ল্যান্টার, খাবার পরিবেশনের ট্রে, টুকিটাকি জিনিস রাখার স্টোরেজ, ল্যাম্পশেড ইত্যাদি তৈরি হচ্ছে বেত দিয়ে। এতে বাড়িতে ব্যতিক্রমী লুক তো আসছেই, সঙ্গে থাকছে ঐতিহ্যের ছোঁয়া।
ব্যবহারের টিপস
দাঁতের ব্যথা হঠাৎ বা ধীরে ধীরে হতে পারে। কখনো শুধু একটি দাঁতে, আবার কখনো একাধিক দাঁতে ব্যথা অনুভূত হয়। দাঁতের ব্যথা কখনো ছোট সমস্যার লক্ষণ, আবার কখনো বড় চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে। তাই ব্যথা অনুভব করলে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করা জরুরি। নিচে দাঁতের ব্যথার সবচেয়ে সাধারণ ১২টি...
১৮ মিনিট আগেচীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
১৫ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১৭ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১৮ ঘণ্টা আগে