জীবনধারা, ডেস্ক
অনলাইন অর্ডারে মূল্যছাড়
ঈদ আরও বেশি উৎসবমুখর ও রঙিন করে তুলতে এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রং থিমে তৈরি হয়েছে এবারের সব সংগ্রহের নকশা উপাদান। রঙ বাংলাদেশ এবার পোশাকের নকশায় গুরুত্ব দিয়েছে দেশের সংস্কৃতি, ধর্মীয় আবহ, সময়, প্রকৃতি, আবহাওয়া এবং আন্তর্জাতিক ট্রেন্ডকে।
পোশাক তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ে। সব বয়সের মানুষের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। রয়েছে পরিবারের সবার জন্য ম্যাচিং পোশাক। ফলে পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্যাপন করতে পারবেন এবারের ঈদ উৎসব। ১৫ শতাংশ ছাড়ে ঈদি গিফট ভাউচার, অনলাইন অর্ডারে নির্দিষ্ট পণ্যে ২০ শতাংশ মূল্যছাড়সহ অনেক রকম অফার পাওয়া যাবে রঙ বাংলাদেশে। পাওয়া যাবে হোম ডেলিভারির সুবিধা। আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে রঙ বাংলাদেশের সব পণ্য।
তারুণ্য়ের ‘ঢেউ’
শুধু ওয়েস্টার্ন পোশাক নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে ‘সারা’র সাব-ব্র্যান্ড ‘ঢেউ’। সারার সব আউটলেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এর সব কালেকশন। এটি নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য পোশাক তৈরি করবে। কাস্টমাইজড ফেব্রিকস ও প্যাটার্নের বৈচিত্র্য এর মূল শক্তি। সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি হয়েছে এর পোশাক। পোশাকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। আউটলেটের পাশাপাশি সারার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও পাওয়া যাবে অর্ডার করা পণ্য।
পর্দা, সোফা ও কুশন কভার
এ হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে দেশি-বিদেশি কাপড়ের পর্দা, সোফা এবং গাড়ির সিট ও কুশন কভার এনেছে। রুচিসম্মত পর্দা ও সোফার কভার তৈরির অর্ডার নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এখানে পাওয়া যাবে রেডিমেড পর্দা। পাইকারি ক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও আছে পছন্দসই পণ্য কেনার সুযোগ। ঈদের চার দিন আগ পর্যন্ত পাইকার ও সাধারণ ক্রেতাদের জন্য থাকবে বিশেষ সুযোগ
অনলাইন অর্ডারে মূল্যছাড়
ঈদ আরও বেশি উৎসবমুখর ও রঙিন করে তুলতে এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রং থিমে তৈরি হয়েছে এবারের সব সংগ্রহের নকশা উপাদান। রঙ বাংলাদেশ এবার পোশাকের নকশায় গুরুত্ব দিয়েছে দেশের সংস্কৃতি, ধর্মীয় আবহ, সময়, প্রকৃতি, আবহাওয়া এবং আন্তর্জাতিক ট্রেন্ডকে।
পোশাক তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ে। সব বয়সের মানুষের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। রয়েছে পরিবারের সবার জন্য ম্যাচিং পোশাক। ফলে পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্যাপন করতে পারবেন এবারের ঈদ উৎসব। ১৫ শতাংশ ছাড়ে ঈদি গিফট ভাউচার, অনলাইন অর্ডারে নির্দিষ্ট পণ্যে ২০ শতাংশ মূল্যছাড়সহ অনেক রকম অফার পাওয়া যাবে রঙ বাংলাদেশে। পাওয়া যাবে হোম ডেলিভারির সুবিধা। আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে রঙ বাংলাদেশের সব পণ্য।
তারুণ্য়ের ‘ঢেউ’
শুধু ওয়েস্টার্ন পোশাক নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে ‘সারা’র সাব-ব্র্যান্ড ‘ঢেউ’। সারার সব আউটলেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এর সব কালেকশন। এটি নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য পোশাক তৈরি করবে। কাস্টমাইজড ফেব্রিকস ও প্যাটার্নের বৈচিত্র্য এর মূল শক্তি। সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি হয়েছে এর পোশাক। পোশাকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। আউটলেটের পাশাপাশি সারার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও পাওয়া যাবে অর্ডার করা পণ্য।
পর্দা, সোফা ও কুশন কভার
এ হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে দেশি-বিদেশি কাপড়ের পর্দা, সোফা এবং গাড়ির সিট ও কুশন কভার এনেছে। রুচিসম্মত পর্দা ও সোফার কভার তৈরির অর্ডার নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এখানে পাওয়া যাবে রেডিমেড পর্দা। পাইকারি ক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও আছে পছন্দসই পণ্য কেনার সুযোগ। ঈদের চার দিন আগ পর্যন্ত পাইকার ও সাধারণ ক্রেতাদের জন্য থাকবে বিশেষ সুযোগ
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৩ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে