আমজাদ ইউনুস
রাসুল (সা.)-এর হাদিসে এমন তিনজন শিশুর কথা উল্লেখ রয়েছে, যারা শৈশবে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিল। প্রথমজন আল্লাহর নবী হজরত ইসা (আ.), দ্বিতীয়জন জুরাইজ নামক এক ব্যক্তি, আর তৃতীয়জন ছিল নাম না জানা এক শিশু। সেই শিশুর মুখে বোল ফোটার আগেই মায়ের সঙ্গে তার কথোপকথন হয়েছিল এবং সে তার মায়ের বিরোধিতা করেছিল। রাসুল (সা.) নিজেই বিস্ময়কর এ ঘটনা তাঁর সাহাবিদের শুনিয়েছিলেন। এখানে হাদিসের আলোকে সেই শিশুর গল্প তুলে ধরা হলো—
শিশুটি মায়ের দুধ পান করছিল। এমন সময় একজন ব্যক্তি দ্রুতগামী এক উন্নতমানের পশুর সওয়ারি হয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁর পোশাক-পরিচ্ছদ উন্নত ছিল। শিশুটির মা বললেন, ‘হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য বানাও।’ শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকাল। এরপর বলল, ‘হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো বানিয়ো না।’ এরপর ফিরে এসে ফের মায়ের দুধ পান করতে লাগল।
রাসুল (সা.) এই বর্ণনার সময় শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষে দেখান।
এরপর কিছু লোক একজন নারীকে মারতে মারতে বাঁ দিকে নিয়ে যাচ্ছিল আর বলছিল—তুমি ব্যভিচার করেছ এবং চুরি করেছ। ওই নারী বলছিল—আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক।
শিশুটির মা এই দৃশ্য দেখে বললেন, ‘হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতো বানিয়ো না।’ শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকাল এবং বলল, ‘হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো বানাও।’
এসময় মা ও শিশুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মা বললেন, ‘হায় দুর্ভাগা, একটি সুন্দর মানুষ চলে যাওয়ার সময় আমি বললাম, ‘হে আল্লাহ, আমার সন্তানকে এমন যোগ্য করে দাও।’ তুমি প্রত্যুত্তরে বললে, ‘হে আল্লাহ, আমাকে ওই লোকের মতো বানিয়ো না।’ আবার এই ক্রীতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে—তুমি ব্যভিচার করেছ এবং চুরি করেছ। আমি বললাম, ‘হে আল্লাহ, আমার সন্তানকে এমন বানিয়ো না।’ আর তুমি বললে, ‘হে আল্লাহ, তুমি আমাকে এমন বানাও।’
শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তিটি ছিল স্বৈরাচার ও জালিম। সেজন্যই আমি বলেছি—হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো বানিয়ো না।’ আর এই নারীকে তারা বলল—তুমি ব্যভিচার করেছ। প্রকৃতপক্ষে সে ব্যভিচার করেনি। তারা বলছিল—তুমি চুরি করেছ। আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, ‘হে আল্লাহ, আমাকে এই নারীর মতো বানাও।’ (বুখারি, হাদিস: ৩৪৩৬; মুসলিম, হাদিস: ২৫৫০)
গল্পের ৩ শিক্ষা
মানুষের চাওয়া ও বাস্তবতা: অনেক সময় মানুষ এমন কিছু কামনা করে, যা প্রকৃতপক্ষে তার জন্য ক্ষতিকর হয়। মানুষ অনুধাবন করতে পারে না, তার আকাঙ্ক্ষিত বস্তুই একদিন তার ধ্বংসের কারণ হতে পারে। যেমন, এ গল্পের মা চরিত্রটি নিজের অজান্তেই তাঁর ছেলের জন্য স্বৈরাচার হওয়ার প্রার্থনা করেছিলেন। তিনি বুঝতে পারেননি, এটি তাঁর সন্তানের জন্য কত বড় ধ্বংসাত্মক হবে। প্রকৃতপক্ষে তিনি তার ছেলের ভালোই চেয়েছেন এবং কল্যাণকামনা করতেন।
ইসলামপ্রচারকের দায়িত্ব: মানুষকে সত্যের দিকে আহ্বান করার জন্য জ্ঞানের উপযুক্ত উপকরণ ও উপায় ব্যবহার করা উচিত। রাসুল (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি সহজ ও চিত্রময় উপস্থাপনার মাধ্যমে জটিল বিষয়গুলো সাহাবিদের বোঝাতেন। যেমনটা এ গল্পে দেখা যায়। অন্য একদিন তিনি মাটিতে রেখাচিত্র এঁকে বলেছিলেন, ‘এটি আল্লাহর সরল পথ।’ এরপর তিনি দুপাশে ছোট ছোট রেখা এঁকে ব্যাখ্যা করলেন, ‘প্রতিটি রেখার সামনে একটি শয়তান দাঁড়িয়ে আছে, যে মানুষকে সেই পথে ডাকছে।’
আল্লাহর নিদর্শন ও সঠিক পথের সন্ধান: প্রত্যেক যুগেই মহান আল্লাহ এমন কিছু নিদর্শন রাখেন, যা মানুষকে তাঁর অস্তিত্বের প্রমাণ দেয়, তাঁকে চিনতে সাহায্য করে এবং সত্য-মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দেয়। পাশাপাশি তিনি এ নিদর্শনগুলোর মাধ্যমে তাঁর পছন্দ ও অপছন্দের মূল্যবোধগুলো তুলে ধরেন।
রাসুল (সা.)-এর হাদিসে এমন তিনজন শিশুর কথা উল্লেখ রয়েছে, যারা শৈশবে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিল। প্রথমজন আল্লাহর নবী হজরত ইসা (আ.), দ্বিতীয়জন জুরাইজ নামক এক ব্যক্তি, আর তৃতীয়জন ছিল নাম না জানা এক শিশু। সেই শিশুর মুখে বোল ফোটার আগেই মায়ের সঙ্গে তার কথোপকথন হয়েছিল এবং সে তার মায়ের বিরোধিতা করেছিল। রাসুল (সা.) নিজেই বিস্ময়কর এ ঘটনা তাঁর সাহাবিদের শুনিয়েছিলেন। এখানে হাদিসের আলোকে সেই শিশুর গল্প তুলে ধরা হলো—
শিশুটি মায়ের দুধ পান করছিল। এমন সময় একজন ব্যক্তি দ্রুতগামী এক উন্নতমানের পশুর সওয়ারি হয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁর পোশাক-পরিচ্ছদ উন্নত ছিল। শিশুটির মা বললেন, ‘হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য বানাও।’ শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকাল। এরপর বলল, ‘হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো বানিয়ো না।’ এরপর ফিরে এসে ফের মায়ের দুধ পান করতে লাগল।
রাসুল (সা.) এই বর্ণনার সময় শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষে দেখান।
এরপর কিছু লোক একজন নারীকে মারতে মারতে বাঁ দিকে নিয়ে যাচ্ছিল আর বলছিল—তুমি ব্যভিচার করেছ এবং চুরি করেছ। ওই নারী বলছিল—আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক।
শিশুটির মা এই দৃশ্য দেখে বললেন, ‘হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতো বানিয়ো না।’ শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকাল এবং বলল, ‘হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো বানাও।’
এসময় মা ও শিশুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মা বললেন, ‘হায় দুর্ভাগা, একটি সুন্দর মানুষ চলে যাওয়ার সময় আমি বললাম, ‘হে আল্লাহ, আমার সন্তানকে এমন যোগ্য করে দাও।’ তুমি প্রত্যুত্তরে বললে, ‘হে আল্লাহ, আমাকে ওই লোকের মতো বানিয়ো না।’ আবার এই ক্রীতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে—তুমি ব্যভিচার করেছ এবং চুরি করেছ। আমি বললাম, ‘হে আল্লাহ, আমার সন্তানকে এমন বানিয়ো না।’ আর তুমি বললে, ‘হে আল্লাহ, তুমি আমাকে এমন বানাও।’
শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তিটি ছিল স্বৈরাচার ও জালিম। সেজন্যই আমি বলেছি—হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো বানিয়ো না।’ আর এই নারীকে তারা বলল—তুমি ব্যভিচার করেছ। প্রকৃতপক্ষে সে ব্যভিচার করেনি। তারা বলছিল—তুমি চুরি করেছ। আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, ‘হে আল্লাহ, আমাকে এই নারীর মতো বানাও।’ (বুখারি, হাদিস: ৩৪৩৬; মুসলিম, হাদিস: ২৫৫০)
গল্পের ৩ শিক্ষা
মানুষের চাওয়া ও বাস্তবতা: অনেক সময় মানুষ এমন কিছু কামনা করে, যা প্রকৃতপক্ষে তার জন্য ক্ষতিকর হয়। মানুষ অনুধাবন করতে পারে না, তার আকাঙ্ক্ষিত বস্তুই একদিন তার ধ্বংসের কারণ হতে পারে। যেমন, এ গল্পের মা চরিত্রটি নিজের অজান্তেই তাঁর ছেলের জন্য স্বৈরাচার হওয়ার প্রার্থনা করেছিলেন। তিনি বুঝতে পারেননি, এটি তাঁর সন্তানের জন্য কত বড় ধ্বংসাত্মক হবে। প্রকৃতপক্ষে তিনি তার ছেলের ভালোই চেয়েছেন এবং কল্যাণকামনা করতেন।
ইসলামপ্রচারকের দায়িত্ব: মানুষকে সত্যের দিকে আহ্বান করার জন্য জ্ঞানের উপযুক্ত উপকরণ ও উপায় ব্যবহার করা উচিত। রাসুল (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি সহজ ও চিত্রময় উপস্থাপনার মাধ্যমে জটিল বিষয়গুলো সাহাবিদের বোঝাতেন। যেমনটা এ গল্পে দেখা যায়। অন্য একদিন তিনি মাটিতে রেখাচিত্র এঁকে বলেছিলেন, ‘এটি আল্লাহর সরল পথ।’ এরপর তিনি দুপাশে ছোট ছোট রেখা এঁকে ব্যাখ্যা করলেন, ‘প্রতিটি রেখার সামনে একটি শয়তান দাঁড়িয়ে আছে, যে মানুষকে সেই পথে ডাকছে।’
আল্লাহর নিদর্শন ও সঠিক পথের সন্ধান: প্রত্যেক যুগেই মহান আল্লাহ এমন কিছু নিদর্শন রাখেন, যা মানুষকে তাঁর অস্তিত্বের প্রমাণ দেয়, তাঁকে চিনতে সাহায্য করে এবং সত্য-মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দেয়। পাশাপাশি তিনি এ নিদর্শনগুলোর মাধ্যমে তাঁর পছন্দ ও অপছন্দের মূল্যবোধগুলো তুলে ধরেন।
ক্ষমতা বা রাজত্ব পেলে মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। হয়ে ওঠে বেপরোয়া ও অহংকারী। দুর্বলের ওপর অবাধে চালায় অত্যাচার ও নিপীড়ন। আসলে ক্ষমতাসীনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় পরীক্ষা। ক্ষমতা পেয়ে বান্দা কেমন আচরণ করে, সেটাই দেখতে চান আল্লাহ তাআলা। তবে সবাই তো এক না।
৮ ঘণ্টা আগেআল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামতের অবারিত ঠিকানা জান্নাত। জান্নাতকে পার্থিব নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন—যা কোনো চোখ চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো ব্যক্তির অন্তর তা কল্পনাও করতে পারেনি।
১০ ঘণ্টা আগেমহান আল্লাহ আমাদের একমাত্র রিজিকদাতা। সমগ্র সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা তিনিই করে থাকেন। তাই রিজিকের সন্ধানে দিশেহারা নয়, বরং আল্লাহর ইবাদতে মগ্ন থাকা জরুরি। কোরআন ও হাদিসের আলোকে ৪টি আমল করলে রিজিক বৃদ্ধি হবে বলে আশা করা যায়।
১২ ঘণ্টা আগেইসলামে দান-সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। সদকা কেবল দরিদ্রের প্রয়োজনই মেটায় না, বরং এটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে।
১৯ ঘণ্টা আগে