কাউসার লাবীব
কোরআন তিলাওয়াত মোমিনের হৃদয়ের প্রশান্তি ও আত্মার খোরাক। এর প্রতিটি আয়াতে রয়েছে অসীম জ্ঞান, দিকনির্দেশনা ও রহমতের বাণী। কোরআন তিলাওয়াতের মুগ্ধতা অন্তর বিগলিত করে, মনে প্রশান্তি আনে, আত্মা আলোকিত করে। নিয়মিত কোরআন তিলাওয়াত মোমিন জীবনে সার্থকতা এনে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে—তারা এমন ব্যবসার আশাবাদী; যা কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। (সুরা ফাতির: ২৯-৩০)
প্রিয় নবী (সা.) বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। নামাজে, নামাজের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে তাঁর তিলাওয়াত চলত। হজরত আয়েশা (রা.) বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসুল এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন—তাঁর পা মোবারক ফুলে যেত। (সহিহ্ মুসলিম)
মহানবী (সা.) শুধু নিজে তিলাওয়াত করতেন না—সাহাবিদের তিলাওয়াতও শুনতেন। কোরআন তিলাওয়াতের প্রতি তাঁদের উৎসাহ দিতেন। একবার নবীজি (সা.) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে বললেন, ‘তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো।’ তিনি বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ (সা.), আমি আপনাকে তিলাওয়াত শোনাব, আপনার ওপরই তো কোরআন অবতীর্ণ হয়েছে!’ নবীজি বললেন, ‘আমার মনে চাচ্ছে, কারও থেকে একটু তিলাওয়াত শুনি।’ এ শুনে ইবনে মাসউদ (রা.) সুরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন ৪১ নম্বর আয়াত পর্যন্ত এলেন, তখন নবীজি (সা.) বললেন, ‘ঠিক আছে।’ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) থামতে বলার পর আমি তাঁর দিকে তাকিয়ে দেখি, তাঁর চোখ বেয়ে অশ্রু ঝরছে। (সহিহ্ বুখারি)
প্রাত্যহিক জীবনে আমাদের উচিত পবিত্র কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। কেননা পরকালে পবিত্র কোরআন তার তিলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কোরআন পাঠ করো। কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।’ (সহিহ্ মুসলিম: ৮০৪)
কোরআন তিলাওয়াত মোমিনের হৃদয়ের প্রশান্তি ও আত্মার খোরাক। এর প্রতিটি আয়াতে রয়েছে অসীম জ্ঞান, দিকনির্দেশনা ও রহমতের বাণী। কোরআন তিলাওয়াতের মুগ্ধতা অন্তর বিগলিত করে, মনে প্রশান্তি আনে, আত্মা আলোকিত করে। নিয়মিত কোরআন তিলাওয়াত মোমিন জীবনে সার্থকতা এনে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে—তারা এমন ব্যবসার আশাবাদী; যা কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। (সুরা ফাতির: ২৯-৩০)
প্রিয় নবী (সা.) বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। নামাজে, নামাজের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে তাঁর তিলাওয়াত চলত। হজরত আয়েশা (রা.) বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসুল এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন—তাঁর পা মোবারক ফুলে যেত। (সহিহ্ মুসলিম)
মহানবী (সা.) শুধু নিজে তিলাওয়াত করতেন না—সাহাবিদের তিলাওয়াতও শুনতেন। কোরআন তিলাওয়াতের প্রতি তাঁদের উৎসাহ দিতেন। একবার নবীজি (সা.) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে বললেন, ‘তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো।’ তিনি বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ (সা.), আমি আপনাকে তিলাওয়াত শোনাব, আপনার ওপরই তো কোরআন অবতীর্ণ হয়েছে!’ নবীজি বললেন, ‘আমার মনে চাচ্ছে, কারও থেকে একটু তিলাওয়াত শুনি।’ এ শুনে ইবনে মাসউদ (রা.) সুরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন ৪১ নম্বর আয়াত পর্যন্ত এলেন, তখন নবীজি (সা.) বললেন, ‘ঠিক আছে।’ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) থামতে বলার পর আমি তাঁর দিকে তাকিয়ে দেখি, তাঁর চোখ বেয়ে অশ্রু ঝরছে। (সহিহ্ বুখারি)
প্রাত্যহিক জীবনে আমাদের উচিত পবিত্র কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। কেননা পরকালে পবিত্র কোরআন তার তিলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কোরআন পাঠ করো। কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।’ (সহিহ্ মুসলিম: ৮০৪)
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৬ মিনিট আগেইসলাম আমাদের জন্য মহান আল্লাহর এক অপরিমেয় নিয়ামত, যা আমরা কল্পনাও করতে পারি না। মানবজাতির হেদায়েতের জন্য তিনি অসংখ্য নবী-রাসুল প্রেরণ করেছেন এবং আসমানি কিতাব নাজিল করেছেন। তাঁর সর্বশ্রেষ্ঠ রহমত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এবং সর্বশেষ ঐশী গ্রন্থ পবিত্র কোরআন।
৫ ঘণ্টা আগেইসলামের সত্য বাণী দ্রুতই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সত্যান্বেষী মানুষেরা দলে দলে আশ্রয় নিতে থাকে ইসলামের পতাকাতলে। অন্ধকার বিদূরিত হয়ে জ্বলে ওঠে সত্যের আলো। সমাজ থেকে দূর হয়ে যায় যাবতীয় পাপ, অন্যায় আর অসাধুতা। রাসুলের সংস্পর্শ লাভে একসময়ের পাষণ্ড, নির্দয় মানুষগুলোও পরিণত হয় সোনার মানুষে।
৫ ঘণ্টা আগেমুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হলো প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করা। এটি এমন এক আমল, যা সরাসরি কোরআনের নির্দেশ এবং অসংখ্য সহিহ হাদিসে এর ফজিলত বর্ণিত হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠ করেন।
১৭ ঘণ্টা আগে