Ajker Patrika

যুক্তরাষ্ট্র ভ্রমণে আর লাগবে না করোনা পরীক্ষা

আপডেট : ১১ জুন ২০২২, ১৭: ৫১
যুক্তরাষ্ট্র ভ্রমণে আর লাগবে না করোনা পরীক্ষা

যুক্তরাষ্ট্র ভ্রমণে করোনাকালীন বিধিনিষেধ শিথিল করছে বাইডেন প্রশাসন। এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভ্রমণকারীদের আর করোনা পরীক্ষা করাতে হবে না। 

দেশটির গণমাধ্যম সিএনবিসি জানায়, রোববার (১২ জুন) থেকে কার্যকর হবে এ নিয়ম। করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে দুই ডোজ টিকা গ্রহণের বিধিনিষেধ এখনো জারি রেখেছে প্রশাসন। 

আগামী ৯০ দিনের মধ্যে এ নীতি পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তবে সংক্রমণ বাড়লে কিংবা নতুন ধরন এলে বিধিনিষেধের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। 

২০২১ সালের জানুয়ারি থেকে দেশটিতে ভ্রমণের জন্য করোনা পরীক্ষার প্রয়োজনীয়তা চালু করে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের জানুয়ারি থেকে দেশটিতে ভ্রমণের জন্য করোনা পরীক্ষার প্রয়োজনীয়তা চালু করে যুক্তরাষ্ট্র। ভ্রমণকারীদের দেশটিতে যাওয়ার এক দিন আগে করোনা পরীক্ষা করতে হতো।

২০২১ সালের শেষ দিকে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়লে বাইডেন প্রশাসন ভ্রমণের জন্য নিষেধাজ্ঞায় ফের কঠোর হয়। বেশ কিছুদিন ধরে বিভিন্ন এয়ারলাইন ও পর্যটন সংস্থা বাইডেন প্রশাসনকে বিধিনিষেধ শিথিলের জন্য বলে আসছিল। ফলে বিধিনিষেধ শিথিলের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক ভ্রমণ সংস্থা। এখন থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে বিভিন্ন দেশের ভ্রমণকারীদের আগ্রহ বাড়বে বলে প্রত্যাশা তাদের। 

ইতিমধ্যে অনেক দেশ বিদেশি ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ শিথিল করেছে। এমনকি কোভিড-১৯ পরীক্ষার নিয়মও তুলে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত