ফিলিস্তিনের গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। গাজায় মানবিক যুদ্ধবিরতি চাইলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। তবে এর সঙ্গে একমত নন তরুণ মার্কিনিরা। গাজায় অভিযানের কারণে ইসরায়েলকে ভালো চোখে দেখছেন না তাঁরা। একই সঙ্গে বাইডেন প্রশাসন গাজা যুদ্ধে যে নীতি গ্রহণ করেছে, এর সঙ্গেও একমত নন তরুণেরা।
গত বৃহস্পতিবার এক জরিপে এ চিত্র উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টারের ওই জরিপে দেখা গেছে, এই যুদ্ধে অনেক মার্কিনি নজর রাখছেন না। আবার যাঁরা রাখছেন তাঁদের ৪০ শতাংশ বাইডেনের নীতি নিয়ে সন্দিহান।
পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮-২৯ বছরের তরুণদের মধ্যে এ জরিপ চালানো হয়েছে। এতে দেখা গেছে, ৪৬ শতাংশ তরুণ মনে করেন, ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তবে ২১ শতাংশ মার্কিন তরুণ মনে করেন, ইসরায়েলের এই হামলা ঠিক আছে।
প্রতিষ্ঠানটি বলছে, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তরুণ এবং প্রবীণদের মতপার্থক্য রয়েছে। ৬৫ বছর ও এর থেকে বেশি বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ মনে করেন, ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা ঠিক আছে। আবার প্রবীণদের মধ্যে ২৯ শতাংশ মনে করেন, এ হামলা ঠিক নয়।
যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন করে আসছেন জো বাইডেন। ইসরায়েলকে কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে ফিলিস্তিনিদের রক্ষায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় সমালোচিতও হয়েছেন তিনি। জাতিসংঘ বলছে, গাজায় ত্রাণ পৌঁছানো না গেলে সেখানে দুর্ভিক্ষ আসন্ন।
এ পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বাইডেনের দলের সমর্থকেরাও তাঁর বিরুদ্ধে। ৩৪ শতাংশ ডেমোক্রেটিক পার্টির সমর্থক মনে করেন, ইসরায়েলের পক্ষ নিয়ে বেশি বেশি করছেন বাইডেন।
ফিলিস্তিনের গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। গাজায় মানবিক যুদ্ধবিরতি চাইলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। তবে এর সঙ্গে একমত নন তরুণ মার্কিনিরা। গাজায় অভিযানের কারণে ইসরায়েলকে ভালো চোখে দেখছেন না তাঁরা। একই সঙ্গে বাইডেন প্রশাসন গাজা যুদ্ধে যে নীতি গ্রহণ করেছে, এর সঙ্গেও একমত নন তরুণেরা।
গত বৃহস্পতিবার এক জরিপে এ চিত্র উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টারের ওই জরিপে দেখা গেছে, এই যুদ্ধে অনেক মার্কিনি নজর রাখছেন না। আবার যাঁরা রাখছেন তাঁদের ৪০ শতাংশ বাইডেনের নীতি নিয়ে সন্দিহান।
পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮-২৯ বছরের তরুণদের মধ্যে এ জরিপ চালানো হয়েছে। এতে দেখা গেছে, ৪৬ শতাংশ তরুণ মনে করেন, ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তবে ২১ শতাংশ মার্কিন তরুণ মনে করেন, ইসরায়েলের এই হামলা ঠিক আছে।
প্রতিষ্ঠানটি বলছে, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তরুণ এবং প্রবীণদের মতপার্থক্য রয়েছে। ৬৫ বছর ও এর থেকে বেশি বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ মনে করেন, ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা ঠিক আছে। আবার প্রবীণদের মধ্যে ২৯ শতাংশ মনে করেন, এ হামলা ঠিক নয়।
যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন করে আসছেন জো বাইডেন। ইসরায়েলকে কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে ফিলিস্তিনিদের রক্ষায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় সমালোচিতও হয়েছেন তিনি। জাতিসংঘ বলছে, গাজায় ত্রাণ পৌঁছানো না গেলে সেখানে দুর্ভিক্ষ আসন্ন।
এ পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বাইডেনের দলের সমর্থকেরাও তাঁর বিরুদ্ধে। ৩৪ শতাংশ ডেমোক্রেটিক পার্টির সমর্থক মনে করেন, ইসরায়েলের পক্ষ নিয়ে বেশি বেশি করছেন বাইডেন।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে