Ajker Patrika

ইউক্রেনের রুশপন্থী অঞ্চলে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০০
ইউক্রেনের রুশপন্থী অঞ্চলে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র

রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেই দুটি অঞ্চলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রুশ সমর্থিত অঞ্চলে অর্থনৈতিক অবরোধ আরোপ করলেও সরাসরি রাশিয়ার ওপর এখনই কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে পুতিনের সেনা পাঠানোর আদেশের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন এমন পদক্ষেপ নিয়েছেন। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে কি না—এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা কোনো মন্তব্য করেননি। এমনকি বিষয়টি অস্বীকারও করেননি। তিনি বলেন, রাশিয়া কী করে, আপাতত তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্থানীয় সময় সোমবার পুতিন এ নির্দেশ দেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়,  দুটি সরকারি ডিক্রিতে পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দোনেস্ক ও লুগানস্ক অঞ্চলে শান্তি রক্ষার কাজের নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত