Ajker Patrika

ইউক্রেন ইস্যুতে জার্মানির নতুন চ্যান্সেলরের সঙ্গে বাইডেনের বৈঠক 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ১৩
ইউক্রেন ইস্যুতে জার্মানির নতুন চ্যান্সেলরের সঙ্গে বাইডেনের বৈঠক 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার টেলিফোনে এই বৈঠক হয়। 

একটি টুইট বার্তায় বাইডেন বলেন, ‘আমি শলৎসকে জার্মানির চ্যান্সেলর হওয়ায় শুভেচ্ছা জানিয়েছি। আমি রাশিয়ার অস্থিতিশীল সামরিক পরিস্থিতিতে জার্মানির সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী।’ 

গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠকে ইউক্রেনে হামলা চালানো হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বাইডেন। 

পুতিনের সঙ্গে বৈঠকে আগে ও পরে ইউরোপের বিভিন্ন দেশে নেতাদের সঙ্গে বৈঠক করছেন বাইডেন। গত বৃহস্পতিবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করেন। 

গত সপ্তাহেই জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব নেন ওলাফ শলৎস। 
 
এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, করোনার বৈশ্বিক মহামারির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলা এবং ইউক্রেনের চারপাশে রাশিয়ার শক্তি বৃদ্ধির মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাইডেন ও শলৎস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত