যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনকে ধ্বংসের জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আটলান্টিকের ওপর গুলি করে ধ্বংস করা বেলুনটি নিঃসন্দেহে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে উত্তর আমেরিকার আকাশে গুলি করে ধ্বংস করা অন্য তিনটি বস্তু বিদেশি গোয়েন্দা বেলুন হওয়ার সম্ভাবনা নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে এ ধরনের রহস্যময় বস্তু শনাক্তকরণ ব্যবস্থা আরও উন্নত করবে।
এ মাসের বেলুনকাণ্ড সম্পর্কে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, ‘আমি আশা করি, আমরা এই রহস্যের শেষ উদ্ঘাটন করতে পারব। তবে গুলি করে বেলুন ধ্বংস করার জন্য কোনো ধরনের ক্ষমা চাইব না।’
এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে চীন বলেছে, তারা নজরদারির জন্য বেলুন পাঠায়নি। সেটি ছিল আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন এবং পথ ভুল করে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে।
এর আগে আটলান্টিকের ওপরে একটি যুদ্ধবিমান থেকে গুলি করে একটি বেলুন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস অভিযোগ করে বলেছে, চীন এই বেলুন গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করেছে।
সাম্প্রতিক এই বেলুনকাণ্ড দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা নতুন কোনো ঠান্ডাযুদ্ধ চাই না।’
আলাস্কা, উত্তর-পশ্চিম কানাডা ও যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে হুরন হ্রদের ওপর গুলি করে ধ্বংস করা অন্য তিনটি বস্তু সম্পর্কে জো বাইডেন বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সেগুলো সম্ভবত বেসরকারি সংস্থা, বিনোদন ও গবেষণা প্রতিষ্ঠানের বস্তু হতে পারে।’
যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনকে ধ্বংসের জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আটলান্টিকের ওপর গুলি করে ধ্বংস করা বেলুনটি নিঃসন্দেহে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে উত্তর আমেরিকার আকাশে গুলি করে ধ্বংস করা অন্য তিনটি বস্তু বিদেশি গোয়েন্দা বেলুন হওয়ার সম্ভাবনা নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে এ ধরনের রহস্যময় বস্তু শনাক্তকরণ ব্যবস্থা আরও উন্নত করবে।
এ মাসের বেলুনকাণ্ড সম্পর্কে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, ‘আমি আশা করি, আমরা এই রহস্যের শেষ উদ্ঘাটন করতে পারব। তবে গুলি করে বেলুন ধ্বংস করার জন্য কোনো ধরনের ক্ষমা চাইব না।’
এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে চীন বলেছে, তারা নজরদারির জন্য বেলুন পাঠায়নি। সেটি ছিল আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন এবং পথ ভুল করে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে।
এর আগে আটলান্টিকের ওপরে একটি যুদ্ধবিমান থেকে গুলি করে একটি বেলুন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস অভিযোগ করে বলেছে, চীন এই বেলুন গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করেছে।
সাম্প্রতিক এই বেলুনকাণ্ড দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা নতুন কোনো ঠান্ডাযুদ্ধ চাই না।’
আলাস্কা, উত্তর-পশ্চিম কানাডা ও যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে হুরন হ্রদের ওপর গুলি করে ধ্বংস করা অন্য তিনটি বস্তু সম্পর্কে জো বাইডেন বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সেগুলো সম্ভবত বেসরকারি সংস্থা, বিনোদন ও গবেষণা প্রতিষ্ঠানের বস্তু হতে পারে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিকসংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে