পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এমনটাই জানিয়ে।
আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নিহত স্বতন্ত্র প্রার্থীও প্রচারণা গিয়েছিলেন। স্বতন্ত্র এ প্রার্থী পিটিআই ঘনিষ্ঠ।
পুলিশ জানায়, রেহান জেব খান এলাকায় প্রচার চালাচ্ছেন। এ সময় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়িতে গুলি চালায়। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাজাউর জেলা পুলিশ অফিসার কাশিফ জুলফিকার বলেছেন, ‘টার্গেটেড কিলিং বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।’
এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। দলটি বলেছে, পিটিআই ঘনিষ্ঠ প্রার্থী ও জনসমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটি ‘বড় প্রশ্ন’।
পিটিআই বলছে, নির্বাচনী সমাবেশে হামলা ও প্রার্থীকে হত্যার দায় তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে।
এর আগে, বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের একটি সমাবেশে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ছয়জন আহত হয়।
এদিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এমনটাই জানিয়ে।
আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নিহত স্বতন্ত্র প্রার্থীও প্রচারণা গিয়েছিলেন। স্বতন্ত্র এ প্রার্থী পিটিআই ঘনিষ্ঠ।
পুলিশ জানায়, রেহান জেব খান এলাকায় প্রচার চালাচ্ছেন। এ সময় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়িতে গুলি চালায়। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাজাউর জেলা পুলিশ অফিসার কাশিফ জুলফিকার বলেছেন, ‘টার্গেটেড কিলিং বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।’
এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। দলটি বলেছে, পিটিআই ঘনিষ্ঠ প্রার্থী ও জনসমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটি ‘বড় প্রশ্ন’।
পিটিআই বলছে, নির্বাচনী সমাবেশে হামলা ও প্রার্থীকে হত্যার দায় তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে।
এর আগে, বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের একটি সমাবেশে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ছয়জন আহত হয়।
এদিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৩ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
৫ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
৫ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৭ ঘণ্টা আগে