Ajker Patrika

পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় ইমরানের দল ঘনিষ্ঠ প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় ইমরানের দল ঘনিষ্ঠ প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এমনটাই জানিয়ে। 

আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নিহত স্বতন্ত্র প্রার্থীও প্রচারণা গিয়েছিলেন। স্বতন্ত্র এ প্রার্থী পিটিআই ঘনিষ্ঠ। 

পুলিশ জানায়, রেহান জেব খান এলাকায় প্রচার চালাচ্ছেন। এ সময় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়িতে গুলি চালায়। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। 

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বাজাউর জেলা পুলিশ অফিসার কাশিফ জুলফিকার বলেছেন, ‘টার্গেটেড কিলিং বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।’ 

এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। দলটি বলেছে, পিটিআই ঘনিষ্ঠ প্রার্থী ও জনসমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটি ‘বড় প্রশ্ন’। 

পিটিআই বলছে, নির্বাচনী সমাবেশে হামলা ও প্রার্থীকে হত্যার দায় তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে। 

এর আগে, বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের একটি সমাবেশে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ছয়জন আহত হয়। 

এদিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত