পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার ভোরে গিলগিত-বালতিস্তান প্রদেশের কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।
দিয়ামার জেলার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়াম জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি গুনার ফার্মের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদের তীরে গিয়ে পড়ে।
গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারুকি জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহত ২০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে।
এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে শোক প্রোশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার ভোরে গিলগিত-বালতিস্তান প্রদেশের কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।
দিয়ামার জেলার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়াম জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি গুনার ফার্মের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদের তীরে গিয়ে পড়ে।
গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারুকি জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহত ২০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে।
এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে শোক প্রোশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩৮টি দাবিতে গত বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করে বিক্ষোভকারীরা। চলমান এই সহিংসতায় অন্তত ৯ জন নিহত হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, নিহতের সংখ্যা ১৫ জন ছাড়িয়েছে। যাদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তাও রয়েছে।
৩৫ মিনিট আগেআফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কমিটি। এর ফলে আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তাঁর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের ম্যানচেস্টারে সিনাগগে (ইহুদি উপাসনালয়) হামলা চালানো জিহাদ আল-শামি ধর্ষণের মামলায় জামিনে ছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান। এই বছরের শুরুর দিকে একটি যৌন নিপীড়নের ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল।
৩ ঘণ্টা আগেগাজা শান্তি প্রস্তাব মেনে নিতে হামাসকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাব অমান্য করলে ফলাফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ফিলিস্তিনি গোষ্ঠীটি আগামী রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে তার ২০ দফা গাজা...
৪ ঘণ্টা আগে