দুর্নীতির মামলায় গ্রেপ্তার পিটিআই নেতা ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের সমন পেয়ে ইমরানকে হাজিরের পর প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারের বিরুদ্ধে সাবেক ক্রিকেটারের আপিল শুনানির সময় আদালত বলেন, আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার ‘অবৈধ’। তাকে ‘দ্রুত মুক্তি’ দিন।
দেশের সর্বোচ্চ আদালত এ সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হতে বলেন।
এই বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ।
এর আগে এক ঘণ্টার মধ্য আদালতে হাজির করতে এনএবি নির্দেশ দেন আদালত। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আদালত এ বিষয়ে পরে যথাযথ আদেশ জারি করবেন।’
এ আদেশের পর কড়া নিরাপত্তার মধ্যে ইমরানকে বিচারকদের ফটক দিয়ে আদালতে নেওয়া হয়। রেঞ্জার্স, পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ডাকা হয়। আদালতের শুনানি কক্ষে শুধু আইনজীবী ও সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।
এর আগে ৯ মে এনএবি আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
এর পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইমরান-সমর্থকদের সংঘর্ষ শুরু হয়েছে। এখন পর্যন্ত আটজন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ডন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৯০ জন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, ইসলামাবাদের ডিআইজি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আদালতে পৌঁছেছেন। অন্যদিকে পিটিআইও সমর্থকদের সুপ্রিম কোর্ট থেকে দূরে থাকতে বলেছে।
আরও পড়ুন:
দুর্নীতির মামলায় গ্রেপ্তার পিটিআই নেতা ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের সমন পেয়ে ইমরানকে হাজিরের পর প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারের বিরুদ্ধে সাবেক ক্রিকেটারের আপিল শুনানির সময় আদালত বলেন, আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার ‘অবৈধ’। তাকে ‘দ্রুত মুক্তি’ দিন।
দেশের সর্বোচ্চ আদালত এ সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হতে বলেন।
এই বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ।
এর আগে এক ঘণ্টার মধ্য আদালতে হাজির করতে এনএবি নির্দেশ দেন আদালত। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আদালত এ বিষয়ে পরে যথাযথ আদেশ জারি করবেন।’
এ আদেশের পর কড়া নিরাপত্তার মধ্যে ইমরানকে বিচারকদের ফটক দিয়ে আদালতে নেওয়া হয়। রেঞ্জার্স, পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ডাকা হয়। আদালতের শুনানি কক্ষে শুধু আইনজীবী ও সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।
এর আগে ৯ মে এনএবি আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
এর পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইমরান-সমর্থকদের সংঘর্ষ শুরু হয়েছে। এখন পর্যন্ত আটজন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ডন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৯০ জন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, ইসলামাবাদের ডিআইজি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আদালতে পৌঁছেছেন। অন্যদিকে পিটিআইও সমর্থকদের সুপ্রিম কোর্ট থেকে দূরে থাকতে বলেছে।
আরও পড়ুন:
আহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধু বাংলায় কথা বলার কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।
১ ঘণ্টা আগেইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়
১ ঘণ্টা আগেতিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
২ ঘণ্টা আগেশানুকে নিয়মিতই শারীরিক নির্যাতন ও বডি শেমিং করতেন শিবম। শানু বলেন, ‘আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রং ফরসা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। তিনি ইউটিউব ও ইনস্টাগ্রামে নারীদের অশ্লীল ভিডিও দেখতেন এবং বলতেন, আমি নাকি তার জীবন নষ্ট করছি।
২ ঘণ্টা আগে