Ajker Patrika

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৭ নিরাপত্তা কর্মকর্তা

আপডেট : ১০ জুন ২০২৪, ১৫: ৩১
পাকিস্তানে বোমা হামলায় নিহত ৭ নিরাপত্তা কর্মকর্তা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ অন্তত সাত নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার প্রদেশের লাকি মারওয়াত জেলায় নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে বোমা হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটি কাচি কামার এলাকায় যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী সুলতানখেল গ্রামের কাছে হামলার শিকার হয়। 

পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, লাকি মারওয়াত জেলায় নিরাপত্তা সশস্ত্র বাহিনীর গাড়িতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়। বর্তমানে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য এলাকাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।

সেনাবাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে, ২৬ বছর বয়সী ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াসসহ একজন সুবেদার, দুজন ল্যান্স নায়েক ও তিনজন সিপাহি নিহত হয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি এবং মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্দাপুর লাকি মারওয়াত জেলার শাহাব খেলা এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত