Ajker Patrika

পাকিস্তানে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৭ 

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৩: ৫৪
পাকিস্তানে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৭ 

পাকিস্তানের বেলুচিস্তানে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক উল্টে অন্তত ১৭ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। পুলিশ জানিয়েছে, ট্রাকটি প্রদেশের হাব জেলার শাহ নুরানি মাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বেলুচিস্তানের সাকরো অঞ্চলের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আলি বলেন, দুর্ঘটনায় আহত ট্রাকচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সড়কের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জিয়ারতকারীদের নিয়ে ঠাট্টা জেলা থেকে হাব জেলা হয়ে খুজদার জেলায় অবস্থিত শাহ নূরানির মাজারে যাচ্ছিল। 

করাচির সোহরাব গোঠ এলাকার এধি মর্গের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আলি বলেন, ‘মাকলির কাসিম জোখিও গ্রাম থেকে ৭০ জনেরও বেশি লোক জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘নিহত ১৭ জনের মধ্যে অন্তত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে।’ 

এর আগে গত মার্চে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কোয়েটা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বের ওই খনিতে বিস্ফোরণে মাত্র ১০ জন শ্রমিক আটকা পড়েছিলেন। 

এর আগে ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হন। তার আগে ২০১১ সালে বেলুচিস্তানের আরেকটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত হন ৪৩ শ্রমিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত