ইউক্রেনে যুদ্বের জন্য যেতে প্রস্তুত সিরিয়ান আধাসামরিক বাহিনীর যোদ্ধারা। তারা অপেক্ষা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের। দুজন কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিরিয়ার আধাসামরিক বাহিনী ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) কমান্ডার নাবিল আবদাল্লাহ রয়টার্সকে জানান, তিনি রাশিয়াকে সাহায্য করার জন্য সিরিয়ার যুদ্ধের সময় অর্জিত শহুরে যুদ্ধ দক্ষতা ব্যবহার করতে প্রস্তুত।
গত ১১ মার্চ মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবী যোদ্ধ ইউক্রেনে মোতায়েনের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ৩ মার্চ ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ১৬ হাজার বিদেশি সেনা স্বেচ্ছাসেবক হিসেবে লড়ছে।
এ নিয়ে ১৪ মার্চ আবদাল্লাহ রয়টার্সকে বলেন, সিরিয়া ও রুশ নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পেলে আমরা এই যুদ্ধে লড়ব। আমরা এই যুদ্ধকে ভয় করি না। আমরা তাদের এমন কিছু দেখাব যা তারা কখনও দেখেনি।
এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সিরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০১৫ সালে সিরিয়ান যুদ্ধের সময় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াইয়ের জন্য সিরিয়ায় সেনা পাঠিয়েছিল রাশিয়া।
এনডিএফ সিরিয়ার যুদ্ধের প্রথম দিকে আসাদপন্থী মিলিশিয়াদের মধ্য থেকে তৈরি হয়েছিল। বাহিনীটির এখন সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এনডিএফ রাশিয়ার জন্য সেনা নিয়োগের একটি সম্ভাব্য বড় বিকল্প হতে পারে।
ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) আরেক কমান্ডার সাইমন ওয়াকিল রয়টার্সকে বলেন, আমাদের অনেক লোক আমাদের রাশিয়ান ভাইদের সঙ্গে যোগ দিতে চায়, কিন্তু আমরা থেকে কোনো নির্দেশ পাইনি।
ওয়াশিংটনে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সেন্ট্রাল কমান্ডের প্রধান মার্কিন মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি গত ১৫ মার্চ সিনেটের শুনানিতে বলেছেন যে—সিরীয়রা ইউক্রেনে যাওয়ার চেষ্টাকে একটি ‘চাল’ বলে মনে হচ্ছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে সিরিয়ার খুব কম লোকই ইউক্রেনে যাওয়ার চেষ্টা করছেন।
সিরিয়ার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দুই জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা এবং সিরিয়ার সেনাবাহিনীর ঘনিষ্ঠ তিনটি সূত্র রয়টার্সকে বলেছেন যে—রাশিয়া ইউক্রেনের জন্য যুদ্ধে সিরিয়ানদের যুদ্ধের অভিজ্ঞতা দিয়ে কাজে লাগাতে চাইছে।
ওই জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা জানান, সিরিয়ার সাধারণ যোদ্ধাদের মাসে ১ হাজার ডলার ভাতায় নিয়োগ দিতে চেয়েছে রাশিয়া। এদিকে সিরিয়ার অভিজ্ঞ সেনাদের ২ হাজার ডলার ভাতা দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। এই ভাতা সিরিয়ার সেনাদের স্বাভাবিক ভাতা থেকে ৩০ গুণ বেশি।
সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন দ্য সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়, আহতদের জন্য ৭ হাজার ইউরো এবং মারা যাওয়া যোদ্ধাদের পরিবারকে ১৫ হাজার ইউরোর ক্ষতিপূরণসহ ১ হাজার ইউরো মাসিক বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রুশ সরকার।
তবে যুদ্ধে যাওয়ার বিষয়ে কোনরকম ভাতা নিচ্ছেন না বলে দাবি করেছেন ওয়াকিল। তিনি বলেন, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে যেতে চাই।
রয়টার্স স্বাধীনভাবে রাশিয়ার ভাতা প্রস্তাবের সত্যতা যাচাই করতে পারেনি।
ইউক্রেনে যুদ্বের জন্য যেতে প্রস্তুত সিরিয়ান আধাসামরিক বাহিনীর যোদ্ধারা। তারা অপেক্ষা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের। দুজন কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিরিয়ার আধাসামরিক বাহিনী ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) কমান্ডার নাবিল আবদাল্লাহ রয়টার্সকে জানান, তিনি রাশিয়াকে সাহায্য করার জন্য সিরিয়ার যুদ্ধের সময় অর্জিত শহুরে যুদ্ধ দক্ষতা ব্যবহার করতে প্রস্তুত।
গত ১১ মার্চ মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবী যোদ্ধ ইউক্রেনে মোতায়েনের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ৩ মার্চ ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ১৬ হাজার বিদেশি সেনা স্বেচ্ছাসেবক হিসেবে লড়ছে।
এ নিয়ে ১৪ মার্চ আবদাল্লাহ রয়টার্সকে বলেন, সিরিয়া ও রুশ নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পেলে আমরা এই যুদ্ধে লড়ব। আমরা এই যুদ্ধকে ভয় করি না। আমরা তাদের এমন কিছু দেখাব যা তারা কখনও দেখেনি।
এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সিরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০১৫ সালে সিরিয়ান যুদ্ধের সময় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াইয়ের জন্য সিরিয়ায় সেনা পাঠিয়েছিল রাশিয়া।
এনডিএফ সিরিয়ার যুদ্ধের প্রথম দিকে আসাদপন্থী মিলিশিয়াদের মধ্য থেকে তৈরি হয়েছিল। বাহিনীটির এখন সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এনডিএফ রাশিয়ার জন্য সেনা নিয়োগের একটি সম্ভাব্য বড় বিকল্প হতে পারে।
ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) আরেক কমান্ডার সাইমন ওয়াকিল রয়টার্সকে বলেন, আমাদের অনেক লোক আমাদের রাশিয়ান ভাইদের সঙ্গে যোগ দিতে চায়, কিন্তু আমরা থেকে কোনো নির্দেশ পাইনি।
ওয়াশিংটনে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সেন্ট্রাল কমান্ডের প্রধান মার্কিন মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি গত ১৫ মার্চ সিনেটের শুনানিতে বলেছেন যে—সিরীয়রা ইউক্রেনে যাওয়ার চেষ্টাকে একটি ‘চাল’ বলে মনে হচ্ছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে সিরিয়ার খুব কম লোকই ইউক্রেনে যাওয়ার চেষ্টা করছেন।
সিরিয়ার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দুই জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা এবং সিরিয়ার সেনাবাহিনীর ঘনিষ্ঠ তিনটি সূত্র রয়টার্সকে বলেছেন যে—রাশিয়া ইউক্রেনের জন্য যুদ্ধে সিরিয়ানদের যুদ্ধের অভিজ্ঞতা দিয়ে কাজে লাগাতে চাইছে।
ওই জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা জানান, সিরিয়ার সাধারণ যোদ্ধাদের মাসে ১ হাজার ডলার ভাতায় নিয়োগ দিতে চেয়েছে রাশিয়া। এদিকে সিরিয়ার অভিজ্ঞ সেনাদের ২ হাজার ডলার ভাতা দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। এই ভাতা সিরিয়ার সেনাদের স্বাভাবিক ভাতা থেকে ৩০ গুণ বেশি।
সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন দ্য সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়, আহতদের জন্য ৭ হাজার ইউরো এবং মারা যাওয়া যোদ্ধাদের পরিবারকে ১৫ হাজার ইউরোর ক্ষতিপূরণসহ ১ হাজার ইউরো মাসিক বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রুশ সরকার।
তবে যুদ্ধে যাওয়ার বিষয়ে কোনরকম ভাতা নিচ্ছেন না বলে দাবি করেছেন ওয়াকিল। তিনি বলেন, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে যেতে চাই।
রয়টার্স স্বাধীনভাবে রাশিয়ার ভাতা প্রস্তাবের সত্যতা যাচাই করতে পারেনি।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৪ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে