আজকের পত্রিকা ডেস্ক
গত ১৮ বছরে গাজা উপত্যকায় অবস্থানকারী বিদেশি নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনায় তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ শুক্রবার একটি অভ্যন্তরীণ যোগাযোগের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই নির্দেশনা অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর গাজা উপত্যকায় যেকোনো মেয়াদে সরকারি বা কূটনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অভিবাসন বা অন্য যেকোনো ভিসার জন্য আবেদন করলে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় আসতে হবে।
এ নির্দেশ শুধু কূটনীতিকদের জন্য নয়, বেসরকারি সংস্থার কর্মী (এনজিও) বা স্বেচ্ছাসেবকেরাও এই পর্যবেক্ষণের আওতায় থাকবেন।
রয়টার্স জানিয়েছে, যদি কারও সোশ্যাল মিডিয়া তৎপরতায় নিরাপত্তাসংক্রান্ত কোনো ‘উদ্বেগজনক তথ্য’ পাওয়া যায়, তাহলে সেই আবেদন আরও গভীর তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হবে। তদন্তে প্রমাণ মিললে আবেদনকারীকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।
মার্কো রুবিও এর আগে জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে তিনি তিন শতাধিক ভিসা বাতিল করেছেন। এর মধ্যে এমন কিছু শিক্ষার্থীও রয়েছেন, যাঁরা গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে সব নাগরিক ও ভিসাধারীর মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়।
ট্রাম্প প্রশাসন আগেও যুক্তি দেখিয়েছিল, এসব শিক্ষার্থীর কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য হুমকিস্বরূপ। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোও ট্রাম্পের নজরে পড়েছে। বিশেষ করে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ বাড়তে থাকায় বিষয়টি আরও গভীরভাবে আমলে নিয়েছে তাঁর প্রশাসন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন লক্ষ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যেখানে প্রশাসনের অনুরোধ অনুযায়ী নীতি পরিবর্তন না করায় ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিল স্থগিত রাখা হয়েছে।
সর্বশেষ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, চরমপন্থী মতাদর্শ ও বিদেশি ভিসাধারী দাঙ্গাকারী ও শিক্ষকদের জন্য হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাতিল করা হতে পারে।
গত ১৮ বছরে গাজা উপত্যকায় অবস্থানকারী বিদেশি নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনায় তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ শুক্রবার একটি অভ্যন্তরীণ যোগাযোগের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই নির্দেশনা অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর গাজা উপত্যকায় যেকোনো মেয়াদে সরকারি বা কূটনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অভিবাসন বা অন্য যেকোনো ভিসার জন্য আবেদন করলে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় আসতে হবে।
এ নির্দেশ শুধু কূটনীতিকদের জন্য নয়, বেসরকারি সংস্থার কর্মী (এনজিও) বা স্বেচ্ছাসেবকেরাও এই পর্যবেক্ষণের আওতায় থাকবেন।
রয়টার্স জানিয়েছে, যদি কারও সোশ্যাল মিডিয়া তৎপরতায় নিরাপত্তাসংক্রান্ত কোনো ‘উদ্বেগজনক তথ্য’ পাওয়া যায়, তাহলে সেই আবেদন আরও গভীর তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হবে। তদন্তে প্রমাণ মিললে আবেদনকারীকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।
মার্কো রুবিও এর আগে জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে তিনি তিন শতাধিক ভিসা বাতিল করেছেন। এর মধ্যে এমন কিছু শিক্ষার্থীও রয়েছেন, যাঁরা গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে সব নাগরিক ও ভিসাধারীর মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়।
ট্রাম্প প্রশাসন আগেও যুক্তি দেখিয়েছিল, এসব শিক্ষার্থীর কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য হুমকিস্বরূপ। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোও ট্রাম্পের নজরে পড়েছে। বিশেষ করে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ বাড়তে থাকায় বিষয়টি আরও গভীরভাবে আমলে নিয়েছে তাঁর প্রশাসন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন লক্ষ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যেখানে প্রশাসনের অনুরোধ অনুযায়ী নীতি পরিবর্তন না করায় ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিল স্থগিত রাখা হয়েছে।
সর্বশেষ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, চরমপন্থী মতাদর্শ ও বিদেশি ভিসাধারী দাঙ্গাকারী ও শিক্ষকদের জন্য হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাতিল করা হতে পারে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৪ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৫ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৬ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৭ ঘণ্টা আগে