জিম্মিদের মুক্তির বিষয়ে আজ মঙ্গলবার রাতেই সরকারি একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর অফিশিয়াল অ্যাক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বিরতির যে প্রচেষ্টা চলছে—তা ইতিবাচক দিকেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করা হয়—‘আমাদের জিম্মিদের মুক্তির বিষয়টি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সন্ধ্যা ৬টায় যুদ্ধ মন্ত্রিসভা,৭টায় নিরাপত্তা মন্ত্রিসভা এবং ৮টায় সরকারের সাধারণ সভা আহ্বান করবেন।’
এর আগে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধ বা যুদ্ধবিরতি সন্নিকটে বলে দাবি করেছিল গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস। হামাসের প্রধান ইসমাইল হানিয়া আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন রয়টার্সকে। সংবাদ সংস্থাটিকে তিনি জানান, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তাতে হামাস সম্মতি দিয়েছে।
পরবর্তীতে নিজের টেলিগ্রাম চ্যানেলে হানিয়া লিখেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির খুব সন্নিকটে।’
যুদ্ধবিরতির বিষয়ে হামাসের শীর্ষস্থানীয় এক নেতা আল-জাজিরাকে জানান, এটি কত দিন স্থায়ী হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কী পরিমাণ এবং কীভাবে সহায়তা পাঠানো হবে এবং একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
হামাস কর্মকর্তা ইজ্জাত আল-রাশিক দাবি করেন, কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষই মূলত নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে ঢুকে সহস্রাধিক মানুষকে হত্যার পাশাপাশি আনুমানিক ২৪০ জন নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে স্থল অভিযানও পরিচালনা করছে তারা। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজার সাধারণ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।
জিম্মিদের মুক্তির বিষয়ে আজ মঙ্গলবার রাতেই সরকারি একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর অফিশিয়াল অ্যাক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বিরতির যে প্রচেষ্টা চলছে—তা ইতিবাচক দিকেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করা হয়—‘আমাদের জিম্মিদের মুক্তির বিষয়টি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সন্ধ্যা ৬টায় যুদ্ধ মন্ত্রিসভা,৭টায় নিরাপত্তা মন্ত্রিসভা এবং ৮টায় সরকারের সাধারণ সভা আহ্বান করবেন।’
এর আগে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধ বা যুদ্ধবিরতি সন্নিকটে বলে দাবি করেছিল গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস। হামাসের প্রধান ইসমাইল হানিয়া আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন রয়টার্সকে। সংবাদ সংস্থাটিকে তিনি জানান, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তাতে হামাস সম্মতি দিয়েছে।
পরবর্তীতে নিজের টেলিগ্রাম চ্যানেলে হানিয়া লিখেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির খুব সন্নিকটে।’
যুদ্ধবিরতির বিষয়ে হামাসের শীর্ষস্থানীয় এক নেতা আল-জাজিরাকে জানান, এটি কত দিন স্থায়ী হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কী পরিমাণ এবং কীভাবে সহায়তা পাঠানো হবে এবং একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
হামাস কর্মকর্তা ইজ্জাত আল-রাশিক দাবি করেন, কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষই মূলত নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে ঢুকে সহস্রাধিক মানুষকে হত্যার পাশাপাশি আনুমানিক ২৪০ জন নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে স্থল অভিযানও পরিচালনা করছে তারা। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজার সাধারণ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে