Ajker Patrika

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২ হাজার ৩০০ শিশু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৫০
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২ হাজার ৩০০ শিশু

আন্তর্জাতিক মহলের আপত্তি তোয়াক্কা না করেই জনবহুল রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর থেকে আজ সোমবার পর্যন্ত গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় ১২ হাজার ৩০০–এরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ জনে। এর মধ্যে ৮ হাজার ৪০০ জনই নারী।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানায়, গাজায় মোট নিহতের ৪৩ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। তবে মন্ত্রণালয়টি সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের পৃথক কোনো হিসাব জানায়নি। বার্তা সংস্থা এপির অনুরোধে তাঁরা শুধু নারী ও শিশুদের সংখ্যা প্রকাশ করেছে। ইসরায়েলের দাবি, এ অভিযানে তারা হাজারো হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে রাফায় আশ্রয় নিয়েছেন। এবার ১০ লাখেরও বেশি মানুষের সেই আশ্রয়স্থলেও ইসরায়েল সর্বাত্মক অভিযান শুরুর পরিকল্পনা করছে। আজ ইসরায়েলের হামলায় রাফায় নারী ও শিশুসহ অন্তত ৬৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

ইসরায়েল রাফাকে গাজায় হামাসের অবশিষ্ট শেষ ঘাঁটি হিসেবে উল্লেখ করছে। ইসরায়েল বেশ কয়েক দিন ধরেই ইঙ্গিত দিয়ে আসছিল, শিগগিরই ঘনবসতিপূর্ণ শহরটিকে লক্ষ্য করে স্থল হামলা চালাবে।

গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য’ পরিকল্পনা ছাড়া ইসরায়েলের রাফায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো উচিত হবে না।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় হামাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

ইসরায়েলি হামলায় দক্ষিণ রাফার শাবোরা এলাকায় অন্তত ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ভোর নাগাদ ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি হামলায় এ সময় ১৪ আবাসিক ভবন ও ৩টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে। জনাকীর্ণ রাফায় তাঁদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসাসংকট প্রকট আকার ধারণ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত