Ajker Patrika

ইসরায়েল থেকে ‘প্রায় মেয়াদোত্তীর্ণ’ টিকা নেবে না ফিলিস্তিন

ইসরায়েল থেকে ‘প্রায় মেয়াদোত্তীর্ণ’ টিকা নেবে না ফিলিস্তিন

ঢাকা: ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ পেতে ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছিল ফিলিস্তিন। সেই চুক্তিটি বাতিল করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। 

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনের কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। সেই অনুযায়ী দেশটিকে ১০ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকার ডোজ দেওয়া হবে। তবে খুব দ্রুত ব্যবহার করতে হবে ডোজগুলো, কারণ আর কিছুদিন পরেই এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়বে।’ 

 এ নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সাংবাদিকদের বলেন, ‘তাঁরা আমাদেরকে বলেছিল যে জুলাই অথবা আগস্টে টিকাগুলোর মেয়াদোত্তীর্ণ হবে। কিন্তু সেগুলো মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। টিকাগুলো ব্যবহার করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। তাই আমরা সেগুলো নিচ্ছি না। ’
 
 ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। 

ইসরায়েলের ৫০ লাখ ১০ হাজার মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশ, করোনা টিকার দুই ডোজই নিয়েছেন। বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের দুই অংশ-গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত