চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত ১৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যেখানে পুরো ২০২২ সালে তারা হত্যা করেছে ১৫৫ জনকে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
মিডল ইস্ট মিররের এক প্রতিবেদন অনুসারে, পাক্ষিক এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালের পর ২০২২ সালে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে।
এতে আরও বলা হয়, ৮ থেকে ২১ আগস্ট দুই সপ্তাহের মধ্যে পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৫৯ ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ১৪৮টিই ছিল শিশু।
চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে মোট ৭০৫ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছে। এ সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪১১।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শুরুতেই ‘শাস্তিমূলক খেসারত’ হিসেবে ১৬টি ঘর ও একটি কৃষি অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। ২০২২ সালে ভাঙা হয়েছিল ১৪টি এবং ২০২১ সালে ৩টি।
‘শাস্তিমূলক খেসারত’ হলো সামষ্টিক শাস্তির একটি রূপ। আন্তর্জাতিক আইনে এ ধরনের ধ্বংসযজ্ঞ অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের যাতায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। এতে হাজার হাজার ফিলিস্তিনি আয়-উপার্জনের পথ ও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত ১৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যেখানে পুরো ২০২২ সালে তারা হত্যা করেছে ১৫৫ জনকে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
মিডল ইস্ট মিররের এক প্রতিবেদন অনুসারে, পাক্ষিক এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালের পর ২০২২ সালে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে।
এতে আরও বলা হয়, ৮ থেকে ২১ আগস্ট দুই সপ্তাহের মধ্যে পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৫৯ ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ১৪৮টিই ছিল শিশু।
চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে মোট ৭০৫ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছে। এ সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪১১।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শুরুতেই ‘শাস্তিমূলক খেসারত’ হিসেবে ১৬টি ঘর ও একটি কৃষি অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। ২০২২ সালে ভাঙা হয়েছিল ১৪টি এবং ২০২১ সালে ৩টি।
‘শাস্তিমূলক খেসারত’ হলো সামষ্টিক শাস্তির একটি রূপ। আন্তর্জাতিক আইনে এ ধরনের ধ্বংসযজ্ঞ অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের যাতায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। এতে হাজার হাজার ফিলিস্তিনি আয়-উপার্জনের পথ ও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
অর্থনৈতিক ধসের পর নতুন করে ঘুরে দাঁড়াতে এক ভিন্নধর্মী কৌশল নিয়েছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক মুক্তির উপায় হিসেবে দেশটি ক্যাসিনো শিল্পে জোর দিচ্ছে। বলা যায়—একসময় সমুদ্রসৈকত ও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত এই দ্বীপরাষ্ট্র এখন বাজি ধরেছে পর্যটন নির্ভর বিনিয়োগে।
১৪ মিনিট আগেসম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করেছিলেন, কিন্তু ভারতীয় এ নেতা তাঁর ফোন ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন (Frankfurter Allgemeine) এ খবর প্রকাশ করেছে।
৪০ মিনিট আগেঅবিরাম বর্ষণে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে হিমাচলের মানালি, কুল্লু, মান্ডি, কিন্নৌর ও শিমলা জেলায় তীব্র ভূমিধস ও হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। শক্তিশালী স্রোতে মানালি শহরের বহুতল হোটেল, দোকানপাট ও ঘরবাড়ি নদীত
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করে আসছেন। তাঁর ধারণা, এই পুরস্কারের মর্যাদা তাঁকে বিশ্বমঞ্চে এক বিশেষ ও নির্বাচিত ক্লাবের সদস্য করবে। তবে মার্কিন ট্রাম্পের নোবেল জয়, কোনো নির্বাচনের ওপর নয়, নির্ভর করে মাত্র পাঁচজন ব্যক্তির সিদ্ধান্তের
৩ ঘণ্টা আগে