Ajker Patrika

চলতি বছর ১৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২১: ৫৯
চলতি বছর ১৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত ১৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যেখানে পুরো ২০২২ সালে তারা হত্যা করেছে ১৫৫ জনকে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তর গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 

মিডল ইস্ট মিররের এক প্রতিবেদন অনুসারে, পাক্ষিক এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালের পর ২০২২ সালে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে। 

এতে আরও বলা হয়, ৮ থেকে ২১ আগস্ট দুই সপ্তাহের মধ্যে পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৫৯ ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ১৪৮টিই ছিল শিশু। 

চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে মোট ৭০৫ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছে। এ সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪১১।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় দপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শুরুতেই ‘শাস্তিমূলক খেসারত’ হিসেবে ১৬টি ঘর ও একটি কৃষি অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। ২০২২ সালে ভাঙা হয়েছিল ১৪টি এবং ২০২১ সালে ৩টি।

 ‘শাস্তিমূলক খেসারত’ হলো সামষ্টিক শাস্তির একটি রূপ। আন্তর্জাতিক আইনে এ ধরনের ধ্বংসযজ্ঞ অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের যাতায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। এতে হাজার হাজার ফিলিস্তিনি আয়-উপার্জনের পথ ও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত