Ajker Patrika

ইসরায়েলের ব্যাপক হামলায় জ্বলছে লেবাননের বহু গ্রাম

ইসরায়েলের ব্যাপক হামলায় জ্বলছে লেবাননের বহু গ্রাম

ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় এক নারী নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর লেবাননে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে ইসরায়েল। বিমান হামলায় লেবাননের বহু গ্রামে আগুন জ্বলছে বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যমগুলো। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ জড়িত বলে ধারণা করা হলেও স্বীকার করেনি গোষ্ঠীটি।

গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল—দুপক্ষের মধ্যে নিয়মিত গোলাগুলি চলছে। 

আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা দলের মুখপাত্র দানিয়েল হাগারি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘যুদ্ধবিমান লেবাননের ভূখণ্ডে ব্যাপক হামলা শুরু করেছে।’

হাগারি বলেন, আইডিএফ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সর্বশেষ বিমান হামলা সম্পর্কে আরও বিস্তারিত জানাবে।

আইডিএফ বলছে, লেবাননের পক্ষ থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ এলাকায় হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড সেন্টার লক্ষ্য করেও হামলা চালানো হয়।

একটি ভিডিওতে ইসরায়েলের হাসপাতালের গেটের কাছেই একটি রকেট আঘাত করতে দেখা যায়। 

এক বিবৃতিতে আইডিএফ বলে, কিছুক্ষণ আগে আইডিএফের জঙ্গি বিমানগুলো জাবাল এল ব্রাইজ, হাউনেহ, দুনিন, আদচিত ও সৌয়ানেহ এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সশস্ত্র লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক কম্পাউন্ড, অপারেশনাল কন্ট্রোল রুম এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত অবকাঠামো। এর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তু ছিল রেদোয়ান বাহিনীর।

এর আগে দুটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। 

শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহ বিশ্বের অন্যতম অ–রাষ্ট্রীয় সশস্ত্র সামরিক বাহিনীর একটি। ১৯৮০–এর দশকের গোড়ার দিকে এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া রাষ্ট্র ইরান এই গোষ্ঠীকে সামরিক সহায়তা দেয় বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত