এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে বায়তুল আকসা মসজিদের অন্যতম প্রবেশপথ বাব-হাত্তার সামনে তাকে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই কিশোরের বিরুদ্ধে ছুরিকাঘাতে দুই ইসরায়েলি কর্মকর্তাকে আহত করার অভিযোগ এনেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই যুবক পূর্ব জেরুজালেমের জাবাল আল-তুর এলাকার বাসিন্দা। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ওই কিশোরকে হত্যার কয়েক ঘণ্টা পরই আল-তুরে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ওই দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে কিশোরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সব প্রবেশপথ বন্ধ করে দেয়, পরে সেগুলো আবার খুলেও দেওয়া হয়।
এর আগে, গত ১ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় পৃথক দুই ঘটনায় ওই তিনজন মারা যান। তারও আগে, ফেব্রুয়ারির ১৩ তারিখে ১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে নেয়।
এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে বায়তুল আকসা মসজিদের অন্যতম প্রবেশপথ বাব-হাত্তার সামনে তাকে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই কিশোরের বিরুদ্ধে ছুরিকাঘাতে দুই ইসরায়েলি কর্মকর্তাকে আহত করার অভিযোগ এনেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই যুবক পূর্ব জেরুজালেমের জাবাল আল-তুর এলাকার বাসিন্দা। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ওই কিশোরকে হত্যার কয়েক ঘণ্টা পরই আল-তুরে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ওই দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে কিশোরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সব প্রবেশপথ বন্ধ করে দেয়, পরে সেগুলো আবার খুলেও দেওয়া হয়।
এর আগে, গত ১ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় পৃথক দুই ঘটনায় ওই তিনজন মারা যান। তারও আগে, ফেব্রুয়ারির ১৩ তারিখে ১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে নেয়।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস গার্ড ও ইমিগ্রেশন এজেন্টদের দিয়ে অভিবাসীদের আটক নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইনসারেকশন অ্যাক্ট বা
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কঠিন অভ্যন্তরীণ বিমান পরিবহনের বাজারে যেখানে সস্তা বিমান সংস্থাগুলো টিকে থাকার লড়াই করছে, সেখানে একটি নতুন সংস্থা দ্রুত রাজস্ব বাড়িয়ে নজর কেড়েছে। সংস্থাটির নাম ‘ব্রিজ অ্যাভিয়েশন গ্রুপ ইনক’।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে আজকাল পাখিদের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। এই অস্বাভাবিকতা শুধু তাদের জন্য নয়, মানবজাতির ভবিষ্যতের জন্যও ভয়ংকর সংকেত বহন করছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের ফলে পাখিদের অভিবাসনের প্রাকৃতিক ধারা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
৫ ঘণ্টা আগেআগামী ১৪ অক্টোবর ইতালির শহর উদিনের একটি ফুটবল মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে ইতালি ও ইসরায়েল। কিন্তু ম্যাচটিকে ঘিরে এখন নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। মাত্র ৬ হাজার আসনের ওই মাঠটিতে টিকিটধারী দর্শকের চেয়ে মাঠের বাইরে বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে