আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য তিন থেকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। পরিকল্পনাটিতে যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি যুদ্ধ-পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই।
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি হামাসকে ৩-৪ দিন সময় দিচ্ছি। বাকি সব পক্ষ এতে সই করেছে, শুধু হামাসের সিদ্ধান্ত বাকি। সব আরব দেশ এতে রাজি, মুসলিম দেশগুলো রাজি, ইসরায়েল রাজি—শুধু হামাসকে সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেয়, তাহলে এর পরিণতি হবে অত্যন্ত দুঃখজনক।’
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যটি এসেছে গাজা নিয়ে তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণার একদিন পর। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) শান্তি পরিকল্পনা প্রকাশের সময় ট্রাম্প দিনটিকে ‘সুন্দর দিন’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি সভ্যতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন হতে পারে।’
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ করতে আমি আপনার পরিকল্পনাকে সমর্থন করি। এটি আমাদের যুদ্ধের লক্ষ্য পূরণ করবে। তবে হামাস যদি আপনার পরিকল্পনা প্রত্যাখ্যান করে বা মেনে নিয়েও বাস্তবে বাধা সৃষ্টি করে, তাহলে ইসরায়েল একাই কাজ শেষ করবে।’
এদিকে একটি ফিলিস্তিনি সূত্র এএফপিকে জানিয়েছে, হামাস তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু করেছে, যা ফিলিস্তিনের ভেতরে ও দেশের বাইরে সমন্বিতভাবে চলছে। আলোচনার জটিলতার কারণে এটি কয়েক দিন সময় নিতে পারে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ২১৯ জন নিহত হন। পাল্টা ইসরায়েলি অভিযানে গাজার বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত গাজায় ৬৬ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য তিন থেকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। পরিকল্পনাটিতে যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি যুদ্ধ-পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই।
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি হামাসকে ৩-৪ দিন সময় দিচ্ছি। বাকি সব পক্ষ এতে সই করেছে, শুধু হামাসের সিদ্ধান্ত বাকি। সব আরব দেশ এতে রাজি, মুসলিম দেশগুলো রাজি, ইসরায়েল রাজি—শুধু হামাসকে সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেয়, তাহলে এর পরিণতি হবে অত্যন্ত দুঃখজনক।’
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যটি এসেছে গাজা নিয়ে তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণার একদিন পর। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) শান্তি পরিকল্পনা প্রকাশের সময় ট্রাম্প দিনটিকে ‘সুন্দর দিন’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি সভ্যতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন হতে পারে।’
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ করতে আমি আপনার পরিকল্পনাকে সমর্থন করি। এটি আমাদের যুদ্ধের লক্ষ্য পূরণ করবে। তবে হামাস যদি আপনার পরিকল্পনা প্রত্যাখ্যান করে বা মেনে নিয়েও বাস্তবে বাধা সৃষ্টি করে, তাহলে ইসরায়েল একাই কাজ শেষ করবে।’
এদিকে একটি ফিলিস্তিনি সূত্র এএফপিকে জানিয়েছে, হামাস তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু করেছে, যা ফিলিস্তিনের ভেতরে ও দেশের বাইরে সমন্বিতভাবে চলছে। আলোচনার জটিলতার কারণে এটি কয়েক দিন সময় নিতে পারে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ২১৯ জন নিহত হন। পাল্টা ইসরায়েলি অভিযানে গাজার বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত গাজায় ৬৬ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে।
ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এনকোসিনাথি ইমানুয়েল মথেথওয়াকে প্যারিসে একটি বহুতল হোটেলের নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় প্রসিকিউটর কার্যালয় সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে।
৩৯ মিনিট আগেগাজা সিটির মাত্র ৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি আটকা পড়ে আছেন। ইসরায়েলি বাহিনীর দখল ও বাস্তুচ্যুত করার পরিকল্পনার অংশ হিসেবে শহরজুড়ে হামলা জোরদার করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
১ ঘণ্টা আগেপাকিস্তানের ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে ভোটের স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিয়ে তীব্র সমালোচনা করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলটির ন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা
২ ঘণ্টা আগে২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগান নারীদের জীবনে একের পর এক নিষেধাজ্ঞা নেমে এসেছে। স্কুল-কলেজে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা বন্ধ করা, কর্মক্ষেত্রে নারীদের সীমিত করা, এমনকি সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলো থেকে নারী লেখকদের লেখা বই সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপে তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে।
৩ ঘণ্টা আগে