দুই সপ্তাহব্যাপী অভিযানের পর আজ সোমবার গাজা উপত্যকার আল শিফা হাসপাতাল ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পেছনে ফেলে গেছে ধ্বংসপ্রাপ্ত ভবন। ফিলিস্তিনিদের মৃতদেহ পড়ে আছে ময়লার মধ্যে। ধ্বংসস্তূপ ছাড়া আল শিফা হাসপাতালে আর কিছুই অবশিষ্ট নেই। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি আগ্রাসনের আগে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল শিফা। আইডিএফ চলে যাওয়ার পর সেখানে আশ্রয় নেওয়া শত শত মানুষ হাসপাতালের অবস্থা পরীক্ষা এবং জিনিসপত্রের সন্ধান করতে সেখানে ফিরে আসেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হাসপাতাল এলাকায় শত শত হামাস জঙ্গিকে হত্যা এবং আটক করেছে। তাদের অস্ত্র ও গোয়েন্দা নথি জব্দ করেছে। এই যুদ্ধে দুই সৈন্যকে হারিয়েছে আইডিএফ। কিন্তু বেসামরিক, রোগী এবং চিকিৎসকদের যাতে ক্ষতি না হয় সেদিকেও তারা খেয়াল রেখেছিল।
অন্যদিকে, হামাস এবং চিকিৎসকেরা হাসপাতালে ফিলিস্তিনিদের সশস্ত্র উপস্থিতির কথা অস্বীকার করেছে।
হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিস বলেছে যে, ইসরায়েলি বাহিনী আল শিফার আশপাশে প্রায় ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে—যার মধ্যে একজন মহিলা ডাক্তার, তার ছেলে এবং একজন চিকিৎসকও রয়েছেন। হাসপাতালটিতে চিকিৎসা সুবিধা বন্ধ হয়ে গেছে। তাদের এই অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজার মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘দখলকারীরা আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতর সমস্ত ভবন ধ্বংস করেছে ও পুড়িয়ে দিয়েছে। তারা আঙিনাগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। কয়েক ডজন শহীদের লাশ ধ্বংসস্তূপে দাফন করে জায়গাটিকে গণকবরে পরিণত করেছে। এটি মানবতাবিরোধী অপরাধ।’
গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন যে, ইসরায়েলি বাহিনী দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের লাশ হাসপাতাল কমপ্লেক্সে হাতকড়া পরা অবস্থায় পাওয়া গেছে। ইসরায়েলিরা বুলডোজার ব্যবহার করে কমপ্লেক্সের মাঠ খুঁড়ে মৃতদেহ বের করেছে।
সামাজিক প্ল্যাটফর্মগুলোর ফুটেজে নোংরা কম্বলে আবৃত বেশ কয়েকটি মরদেহ দেখা গেছে। হাসপাতালটি বেশ কিছু দেয়ালও ভেঙে পড়েছে।
আল শিফা হাসপাতালে যাওয়া ৪৩ বছর বয়সী সামির বাসেল রয়টার্সকে বলেন, ‘এখানে আসার পর থেকে আমি কান্না থামাতে পারিনি। এখানে দখলদাররা ভয়ংকর গণহত্যা সংঘটিত করেছে। স্থানটি ধ্বংস হয়ে গেছে। ভবনগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জায়গাটি পুনর্নির্মাণ করা দরকার। সেখানে আর শিফা হাসপাতাল নেই।’
দুই সপ্তাহব্যাপী অভিযানের পর আজ সোমবার গাজা উপত্যকার আল শিফা হাসপাতাল ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পেছনে ফেলে গেছে ধ্বংসপ্রাপ্ত ভবন। ফিলিস্তিনিদের মৃতদেহ পড়ে আছে ময়লার মধ্যে। ধ্বংসস্তূপ ছাড়া আল শিফা হাসপাতালে আর কিছুই অবশিষ্ট নেই। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি আগ্রাসনের আগে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল শিফা। আইডিএফ চলে যাওয়ার পর সেখানে আশ্রয় নেওয়া শত শত মানুষ হাসপাতালের অবস্থা পরীক্ষা এবং জিনিসপত্রের সন্ধান করতে সেখানে ফিরে আসেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হাসপাতাল এলাকায় শত শত হামাস জঙ্গিকে হত্যা এবং আটক করেছে। তাদের অস্ত্র ও গোয়েন্দা নথি জব্দ করেছে। এই যুদ্ধে দুই সৈন্যকে হারিয়েছে আইডিএফ। কিন্তু বেসামরিক, রোগী এবং চিকিৎসকদের যাতে ক্ষতি না হয় সেদিকেও তারা খেয়াল রেখেছিল।
অন্যদিকে, হামাস এবং চিকিৎসকেরা হাসপাতালে ফিলিস্তিনিদের সশস্ত্র উপস্থিতির কথা অস্বীকার করেছে।
হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিস বলেছে যে, ইসরায়েলি বাহিনী আল শিফার আশপাশে প্রায় ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে—যার মধ্যে একজন মহিলা ডাক্তার, তার ছেলে এবং একজন চিকিৎসকও রয়েছেন। হাসপাতালটিতে চিকিৎসা সুবিধা বন্ধ হয়ে গেছে। তাদের এই অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজার মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘দখলকারীরা আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতর সমস্ত ভবন ধ্বংস করেছে ও পুড়িয়ে দিয়েছে। তারা আঙিনাগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। কয়েক ডজন শহীদের লাশ ধ্বংসস্তূপে দাফন করে জায়গাটিকে গণকবরে পরিণত করেছে। এটি মানবতাবিরোধী অপরাধ।’
গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন যে, ইসরায়েলি বাহিনী দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের লাশ হাসপাতাল কমপ্লেক্সে হাতকড়া পরা অবস্থায় পাওয়া গেছে। ইসরায়েলিরা বুলডোজার ব্যবহার করে কমপ্লেক্সের মাঠ খুঁড়ে মৃতদেহ বের করেছে।
সামাজিক প্ল্যাটফর্মগুলোর ফুটেজে নোংরা কম্বলে আবৃত বেশ কয়েকটি মরদেহ দেখা গেছে। হাসপাতালটি বেশ কিছু দেয়ালও ভেঙে পড়েছে।
আল শিফা হাসপাতালে যাওয়া ৪৩ বছর বয়সী সামির বাসেল রয়টার্সকে বলেন, ‘এখানে আসার পর থেকে আমি কান্না থামাতে পারিনি। এখানে দখলদাররা ভয়ংকর গণহত্যা সংঘটিত করেছে। স্থানটি ধ্বংস হয়ে গেছে। ভবনগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জায়গাটি পুনর্নির্মাণ করা দরকার। সেখানে আর শিফা হাসপাতাল নেই।’
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে