গাজায় প্রথম ধাপেই স্থায়ী যুদ্ধবিরতির দাবি ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্র উত্থাপিত প্রস্তাব মেনে নিয়েছে হামাস। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের একটি সূত্র। এদিকে ইসরায়েলও যুক্তরাষ্ট্র উত্থাপিত প্রস্তাবের প্রতি ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মার্কিন প্রস্তাব অনুসারে স্থায়ী যুদ্ধবিরতির আগে ইসরায়েলি জিম্মি, আটককৃত সেনা ও বেসামরিক ব্যক্তিদের মুক্ত করার বিষয়ে শিগগির আলোচনা শুরু হবে। এরই মধ্যে ইসরায়েলি আলোচক দল কাতারের রাজধানী দোহায় পৌঁছে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকও করেছে। ১৬ দিন পর এই যুদ্ধবিরতি আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে।
সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিষয়টি নিশ্চিত করে যে, গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ নিশ্চিত ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে মধ্যস্থতাকারীরা। আলোচনার দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার আগ পর্যন্ত মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়গুলো নিশ্চিত করা হবে।
হামাস আগে দাবি করেছিল, যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে এবং চুক্তি হওয়ার আগেই গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। সূত্রটি জানিয়েছে, হামাস এই দাবি ত্যাগ করেছে। তবে গোষ্ঠীটি এই নিশ্চয়তা চেয়েছে যে,ছয় সপ্তাহব্যাপী এই তিন ধাপের যুদ্ধবিরতি আলোচনার শেষ সময়ে গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।
হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার মধ্যস্থতাকারীদের ঘনিষ্ঠ একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরায়েল যদি হামাসের এই অবস্থান মেনে নেয়, তবে শিগগির পক্ষগুলোর মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হতে পারে, যা গাজায় চলমান ৯ মাসের যুদ্ধের পরিণতি টানবে।
এর আগে ইসরায়েল হামাসের আগের অবস্থানকে প্রত্যাখ্যান করেছে এই বলে যে, এটি তাদের দাবিকে পূরণ করে না। তবে এবার সেই অবস্থান পরিবর্তন হতে পারে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি আলোচক দলের এক সদস্য বলেছেন, চুক্তিতে পৌঁছানোর একটি অবস্থান সৃষ্টি হয়েছে এখন।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মোসাদ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ‘মোসাদের কর্মকর্তারা বিশ্বাস করেন যে, ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতির যে সর্বশেষ প্রস্তাব তা অনুমোদন করবে।’
অন্যদিকে, হামাসের অন্যতম শীর্ষ নেতা ওসামা হামদান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আজকালের মধ্যে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া আশা করছে হামাস। প্রতিক্রিয়া ইতিবাচক হলে আমরা প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। গাজা উপত্যকায় হামাসের সামরিক সক্ষমতা আছে। যুদ্ধ অব্যাহত রাখার জন্য এখনো ভালো অবস্থানে আছে হামাস।’
ওয়াশিংটন ইসরায়েল ও কাতারের মধ্যে সক্রিয় কূটনীতির মাধ্যমে গত কয়েক দিন ধরে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টা জোরদার করেছে। একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রশাসন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি চুক্তি নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সর্বশেষ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শুক্রবার বলেছেন, মোসাদের প্রধান কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রাথমিক বৈঠক করেছেন এবং আগামী (চলতি) সপ্তাহ থেকে আলোচনা চলবে।
গাজায় প্রথম ধাপেই স্থায়ী যুদ্ধবিরতির দাবি ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্র উত্থাপিত প্রস্তাব মেনে নিয়েছে হামাস। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের একটি সূত্র। এদিকে ইসরায়েলও যুক্তরাষ্ট্র উত্থাপিত প্রস্তাবের প্রতি ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মার্কিন প্রস্তাব অনুসারে স্থায়ী যুদ্ধবিরতির আগে ইসরায়েলি জিম্মি, আটককৃত সেনা ও বেসামরিক ব্যক্তিদের মুক্ত করার বিষয়ে শিগগির আলোচনা শুরু হবে। এরই মধ্যে ইসরায়েলি আলোচক দল কাতারের রাজধানী দোহায় পৌঁছে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকও করেছে। ১৬ দিন পর এই যুদ্ধবিরতি আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে।
সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিষয়টি নিশ্চিত করে যে, গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ নিশ্চিত ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে মধ্যস্থতাকারীরা। আলোচনার দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার আগ পর্যন্ত মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়গুলো নিশ্চিত করা হবে।
হামাস আগে দাবি করেছিল, যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে এবং চুক্তি হওয়ার আগেই গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। সূত্রটি জানিয়েছে, হামাস এই দাবি ত্যাগ করেছে। তবে গোষ্ঠীটি এই নিশ্চয়তা চেয়েছে যে,ছয় সপ্তাহব্যাপী এই তিন ধাপের যুদ্ধবিরতি আলোচনার শেষ সময়ে গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।
হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার মধ্যস্থতাকারীদের ঘনিষ্ঠ একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরায়েল যদি হামাসের এই অবস্থান মেনে নেয়, তবে শিগগির পক্ষগুলোর মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হতে পারে, যা গাজায় চলমান ৯ মাসের যুদ্ধের পরিণতি টানবে।
এর আগে ইসরায়েল হামাসের আগের অবস্থানকে প্রত্যাখ্যান করেছে এই বলে যে, এটি তাদের দাবিকে পূরণ করে না। তবে এবার সেই অবস্থান পরিবর্তন হতে পারে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি আলোচক দলের এক সদস্য বলেছেন, চুক্তিতে পৌঁছানোর একটি অবস্থান সৃষ্টি হয়েছে এখন।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মোসাদ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ‘মোসাদের কর্মকর্তারা বিশ্বাস করেন যে, ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতির যে সর্বশেষ প্রস্তাব তা অনুমোদন করবে।’
অন্যদিকে, হামাসের অন্যতম শীর্ষ নেতা ওসামা হামদান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আজকালের মধ্যে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া আশা করছে হামাস। প্রতিক্রিয়া ইতিবাচক হলে আমরা প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। গাজা উপত্যকায় হামাসের সামরিক সক্ষমতা আছে। যুদ্ধ অব্যাহত রাখার জন্য এখনো ভালো অবস্থানে আছে হামাস।’
ওয়াশিংটন ইসরায়েল ও কাতারের মধ্যে সক্রিয় কূটনীতির মাধ্যমে গত কয়েক দিন ধরে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টা জোরদার করেছে। একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রশাসন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি চুক্তি নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সর্বশেষ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শুক্রবার বলেছেন, মোসাদের প্রধান কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রাথমিক বৈঠক করেছেন এবং আগামী (চলতি) সপ্তাহ থেকে আলোচনা চলবে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে আজ শনিবার রাতে বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ভারত সরকারের একটি সূত্র অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
৪ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভে এক বৈঠকে ইউরোপীয় নেতারা রাশিয়াকে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে...
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি ‘শর্তসাপেক্ষ’ ও সিন্ধু পানিচুক্তিসহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এ থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, তার সমাধান সহজে হবে
৬ ঘণ্টা আগেযুদ্ধবিরতির ঘোষণা আসার মাত্র ঘণ্টা তিনেক পরেই উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। শনিবার রাত ৮টার দিকে শ্রীনগরের রামবাগ এলাকায় শক্তিশালী বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হন। এর পর থেকেই উপত্যকার একাধিক শহরে ব্ল্যাকআউট ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
৬ ঘণ্টা আগে