Ajker Patrika

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০০: ৩৪
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তবে, তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আগামী তিন দিন বাড়িতে বসেই রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নেতানিয়াহুর কার্যালয় রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালনা করবেন।’

উল্লেখ্য, নেতানিয়াহুর স্বাস্থ্যের ইতিহাসে আরও কিছু বিষয় রয়েছে। ২০২৩ সালে তাঁর শরীরে পেসমেকার স্থাপন করা হয়েছিল। গত ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণের চিকিৎসার জন্য তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফুটবলাররা পানি না গিলে কুলি করেন কেন

দেড় দশকে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্তের নির্দেশ

চট্টগ্রামে সিকদার বাড়িতে অভিযান, সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে জেগেছে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত