Ajker Patrika

কুয়েতে ভবনে আগুন, নিহত অন্তত ৩৯ 

আপডেট : ১২ জুন ২০২৪, ১৫: ৫১
কুয়েতে ভবনে আগুন, নিহত অন্তত ৩৯ 

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের দক্ষিণাঞ্চলের শহর মানগাফের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। স্থানীয় সময় আজ বুধবার আবাসিক ভবনটিতে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কুয়েতের মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, স্থানীয় সময় আজ সকাল ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির আরেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি গৃহকর্মীরা ব্যবহার করছিলেন। সেখানে প্রচুরসংখ্যক শ্রমিক ছিলেন। এর মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হলেও দুর্ভাগ্যবশত ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

বিপুলসংখ্যক শ্রমিকের ভবনটিতে আটকে পড়া প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সব সময়ই সতর্ক করা হয়েছিল। তবে শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা তাঁদের পরিচয় সম্পর্কে বিশদ বিবরণ দেননি তিনি।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের কারণে প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের উল্লেখ করা নিহত ৩৯ জনের মধ্যে এই চারজন আছেন কি না, তা স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুনের কারণ সম্পর্কে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত