Ajker Patrika

তেল আবিবে আঘাত হেনেছে হিজবুল্লাহর ৩৪০ ক্ষেপণাস্ত্র, ব্যাপক ক্ষয়ক্ষতি

তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। ছবি: এএফপি
তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। ছবি: এএফপি

ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় তেল আবিবে বেশ কিছু বাড়িতে আগুন ধরে যায়। এ সময় অন্তত ১১ জন আহত হয়েছে।

আল–জাজিরার প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার রাতে এ হামলা চালানো হয়।

হিজবুল্লাহ এর আগে হুঁশিয়ারি দিয়েছিল যে, বৈরুতে আবারও হামলা চালানো হলে তারা তেল আবিবে পাল্টা হামলা চালাবে। গত শনিবার ইসরায়েলের বিমান হামলায় বৈরুতে ২৯ জনের প্রাণহানির প্রতিবাদে তেল আবিব ও আশপাশের দুটি সামরিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ।

ইসরায়েলি পুলিশ জানায়, পূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের অধিকাংশই আকাশে থাকা অবস্থায় ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

হামলার আগে তেল আবিবসহ ইসরায়েলের বেশ কয়েক জায়গায় বিমান হামলার সাইরেন বাজতে থাকে। বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে দেখা গেছে, একটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলে নাহারিয়া শহরের একটি ভবনের ছাদের ওপর আঘাত হানে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক করেছিল, তারা দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে। এরই মধ্যে তারা দুটি ভবন ধ্বংস করেছে। সেগুলোতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার বলে দাবি করছে আইডিএফ।

গতকাল রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলে ১২টি হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, একটি ইসরায়েলি হামলায় কমপক্ষে একজন সেনা নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে। এতে দক্ষিণের শহর তায়রের কাছে আল–আমিরিয়া অঞ্চলের একটি সেনা ছাউনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনা ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা এই ঘটনায় দুঃখিত এবং তদন্ত করছে। তারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে, লেবানন সেনাবাহিনীর বিরুদ্ধে নয়।

আল–আমিরিয়া শহরে ইসরায়েলের এই হামলাকে চলমান যুদ্ধবিরতি আলোচনার ‘নির্লজ্জ প্রত্যাখ্যান’ বলে নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

লেবাননের সামরিক বাহিনী ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ থেকে দূরে থাকলেও সেপ্টেম্বর থেকে তীব্র হওয়া এই সংঘাতে ৪০ জনেরও বেশি লেবানিজ সেনা নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত