ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার লাইলাতুল কদরের রাতেও জেরুজালেমে সংঘর্ষ হয়। ফিলিস্তিনের চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তাঁদের একজন অফিসার আহত হয়েছে।
মাহমুদ আল মারবুয়া নামের এক ফিলিস্তিনি যুবক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তাঁরা (ইসরায়েল) আমাদের প্রার্থনা করতে দিতে চায় না। প্রতিদিনই আমাদের লড়াই করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দেখুন তাঁরা কীভাবে আমাদের দিকে গুলি ছুঁড়ছে। আমরা কীভাবে বাঁচতে পারি?’
লাইলাতুল কদরে আল-আকসার সামনে কয়েক হাজার ফিলিস্তিনি প্রার্থনার জন্য জড়ো হন। পুলিশি ব্যারিকেডে পুরনো শহরের দামেস্ক গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সংঘর্ষ বেধে যায়। ফিলিস্তিনি যুবকদের ইট-পাথরের জবাবে ইসরায়েলি পুলিশ রাবার বুলেট, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। প্রার্থনা ও সংঘর্ষের মধ্যেই কাটে লাইলাতুল কদরের রাত।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেরুজালেমে দ্বিতীয় দিনের সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি রকেট ছোঁড়া হয়েছে। তবে রকেটটি উন্মুক্তস্থানে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চলমান এই সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।
এর আগে, গতকাল শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০৫ জন ফিলিস্তিনি এবং অন্তত ১৮ জন ইসরায়েলি পুলিশ আহত হয়েছিল।
সূত্রঃ বিবিসি ও রয়টার্স
ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার লাইলাতুল কদরের রাতেও জেরুজালেমে সংঘর্ষ হয়। ফিলিস্তিনের চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তাঁদের একজন অফিসার আহত হয়েছে।
মাহমুদ আল মারবুয়া নামের এক ফিলিস্তিনি যুবক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তাঁরা (ইসরায়েল) আমাদের প্রার্থনা করতে দিতে চায় না। প্রতিদিনই আমাদের লড়াই করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দেখুন তাঁরা কীভাবে আমাদের দিকে গুলি ছুঁড়ছে। আমরা কীভাবে বাঁচতে পারি?’
লাইলাতুল কদরে আল-আকসার সামনে কয়েক হাজার ফিলিস্তিনি প্রার্থনার জন্য জড়ো হন। পুলিশি ব্যারিকেডে পুরনো শহরের দামেস্ক গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সংঘর্ষ বেধে যায়। ফিলিস্তিনি যুবকদের ইট-পাথরের জবাবে ইসরায়েলি পুলিশ রাবার বুলেট, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। প্রার্থনা ও সংঘর্ষের মধ্যেই কাটে লাইলাতুল কদরের রাত।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেরুজালেমে দ্বিতীয় দিনের সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি রকেট ছোঁড়া হয়েছে। তবে রকেটটি উন্মুক্তস্থানে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চলমান এই সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।
এর আগে, গতকাল শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০৫ জন ফিলিস্তিনি এবং অন্তত ১৮ জন ইসরায়েলি পুলিশ আহত হয়েছিল।
সূত্রঃ বিবিসি ও রয়টার্স
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস গার্ড ও ইমিগ্রেশন এজেন্টদের দিয়ে অভিবাসীদের আটক নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইনসারেকশন অ্যাক্ট বা
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কঠিন অভ্যন্তরীণ বিমান পরিবহনের বাজারে যেখানে সস্তা বিমান সংস্থাগুলো টিকে থাকার লড়াই করছে, সেখানে একটি নতুন সংস্থা দ্রুত রাজস্ব বাড়িয়ে নজর কেড়েছে। সংস্থাটির নাম ‘ব্রিজ অ্যাভিয়েশন গ্রুপ ইনক’।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে আজকাল পাখিদের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। এই অস্বাভাবিকতা শুধু তাদের জন্য নয়, মানবজাতির ভবিষ্যতের জন্যও ভয়ংকর সংকেত বহন করছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের ফলে পাখিদের অভিবাসনের প্রাকৃতিক ধারা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
৫ ঘণ্টা আগেআগামী ১৪ অক্টোবর ইতালির শহর উদিনের একটি ফুটবল মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে ইতালি ও ইসরায়েল। কিন্তু ম্যাচটিকে ঘিরে এখন নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। মাত্র ৬ হাজার আসনের ওই মাঠটিতে টিকিটধারী দর্শকের চেয়ে মাঠের বাইরে বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে