Ajker Patrika

হামাসের সঙ্গে যুদ্ধে ৩১৫ ইসরায়েলি সেনা নিহত, জিম্মি ২৪০: আইডিএফ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮: ৪৮
হামাসের সঙ্গে যুদ্ধে ৩১৫ ইসরায়েলি সেনা নিহত, জিম্মি ২৪০: আইডিএফ

হামাস–ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৩১৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও ২৪০ জনকে হামাস জিম্মি করে রেখেছে। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে নিহতের এ সংখ্যা দাঁড়িয়েছে।

ইসরায়েলের মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, জিম্মি ২৪০ ইসরায়েলি পরিবার সরকারকে এসব তথ্য দিয়েছে। তাদের ধরে নিয়ে গিয়ে গাজায় আটকে রেখেছ হামাস।

দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘সামরিক বাহিনী নতুন তথ্যের সন্ধান করছে, তাই এ সংখ্যাই চূড়ান্ত নয়।’ এ ছাড়া প্রকাশিত নতুন সংখ্যায় হামাসের মুক্তি দেওয়া চার বন্দী অন্তর্ভুক্ত নন।

হাগারি বলেন, গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ৩১৫ সেনা নিহত হয়েছে। হামাসের হামলার জবাবে ইসরায়েলি সেনারাও গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে।

এ যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ৮০০–এর ও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি ৮ হাজার ৩০৬ জন এবং ইসরায়েলের ১ হাজার ৫৩৮ জন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত