Ajker Patrika

ইরাকের গ্যাস কমপ্লেক্সে ৭২ ঘণ্টার মধ্যে তিনবার হামলা

আপডেট : ২৬ জুন ২০২২, ১৪: ২৫
ইরাকের গ্যাস কমপ্লেক্সে ৭২ ঘণ্টার মধ্যে তিনবার হামলা

ইরাকের কুর্দি অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে তৃতীয়বার এ ধরনের হামলা হলো। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা সেদিক মোহাম্মদ বলেছেন, স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটেছে। গ্যাস কমপ্লেক্সটির নাম খোর মোর গ্যাস কমপ্লেক্স। এটি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি প্রতিষ্ঠান ডানা গ্যাসের মালিকানাধীন।

গ্যাস কমপ্লেক্সটি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে রকেটটি আঘাত হেনেছে বলে জানিয়েছেন তিনি। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের নিরাপত্তা সংস্থা কাউন্টার টেররিজম গ্রুপ এক বিবৃতিতে বলেছে, কিরকুক ও সুলাইমানিয়া শহরের মাঝামাঝি এলাকায় খোর মোর গ্যাস কমপ্লেক্সে মোট ছয়টি রকেট হামলা হয়েছে।

এ ধরনের রকেট হামলাকে বলা হয় কাতিউসা রকেট হামলা। এর আগে গত বুধ ও শুক্রবার একই স্থাপনা লক্ষ্য করে কাতিউসা রকেট হামলা হয়েছিল। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আল-জাজিরা জানিয়েছে, কুর্দি অঞ্চলের আরও বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো সম্প্রতি হামলার শিকার হয়েছে।

গত মাসে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক রাজধানী ইবরিলে কাওয়ারগোস্ক জ্বালানি পরিশোধনাগারের কাছে রকেট হামলা হয়েছিল। সে হামলায় অল্প ক্ষয়ক্ষতিও হয়েছিল। এ ছাড়া গত এপ্রিলে একই জ্বালানি পরিশোধনাগারের কাছে তিনটি রকেট হামলা হয়েছিল। তবে এতে কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত