একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।
গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।
রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।
একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।
গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।
রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।
রাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
৩৬ মিনিট আগেট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কস্টকোসহ বিভিন্ন ‘হোলসেল ক্লাব স্টোর’ থেকে কেনাকাটা ও বিলাস পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কেবল তাই নয়, তাদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেনানা নাটকীয়তার পর আবারও চালু হতে যাচ্ছে জনপ্রিয় মার্কিন কমেডিয়ান জিমি কিমেলের লেট নাইট শো জিমি কিমেল লাইভ। আজ মঙ্গলবার, ডিজনি মালিকানাধীন টিভি চ্যানেল এবিসিতে দেখা যাবে শোটি। গতকাল সোমবার ডিজনি এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
১ ঘণ্টা আগেফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
৩ ঘণ্টা আগে