সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে গত এক বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের। দীর্ঘদিনের দুই বন্ধু দেশের মধ্যে সম্পর্কে ফাটলের প্রভাব কি এবার পড়া শুরু করছে পর্যটনভিত্তিক অর্থনীতির দেশ মালদ্বীপের ওপর?
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে প্রথম দুই মাসে (৪ মার্চ অবধি) মালদ্বীপে ভারতীয় পর্যটক ছিল ৪১ হাজার ৫৪ জন। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৪ জনে।
উল্লেখ্য, ওই একই সময় পর্বে গত বছর দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে ভারত ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছরে ভারতের স্থান সেই তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে। ফলস্পরূপ ট্যুরিজমের মার্কেট শেয়ার ১০ শতাংশ থেকে ৬ শতাংশে নেমেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষদ্বীপ সফরের পরেই মালদ্বীপ-ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজুর দলের একাধিক নেতা। এ নিয়ে ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় নয়াদিল্লি।
এসব নিয়ে নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’। সেই থেকেই পর্যটক কমতে শুরু করেছে দ্বীপরাষ্ট্রটিতে।
এদিকে, ভারতের সঙ্গে সংঘাতের জেরে বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে পড়েছেন মুইজ্জু। চীনপন্থী প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে প্রধান বিরোধীদল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি। খুব শিগগিরই তা পার্লামেন্টে পেশ হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই মালদ্বীপের পার্লামেন্টে তুমুল মতবিরোধ চলছে।
চলতি বছরের শুরুর দিকে ভারতে বয়কটের ডাক নিয়ে মালদ্বীপের পর্যটনশিল্পের স্টেকহোল্ডাররা উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতের অনেক জনপ্রিয় চলচ্চিত্র তারকারাও এই বয়কটে সমর্থন দিচ্ছেন।
মালদ্বীপ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর (মাটাটো) ভারতীয় অতিথিদের বুকিং বাতিল নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করেছে। তবে এর রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২১-২৩ সাল পর্যন্ত ২ লাখেরও বেশি পর্যটক নিয়ে মালদ্বীপের পর্যটন মার্কেটের শীর্ষে ছিল ভারত। তবে এই বছরের এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি পর্যটক নিয়ে শীর্ষ অবস্থান করছে চীন।
ভারতীয় পর্যটকদের ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা মালদ্বীপ। টলিউড থেকে বলিউডের সিনেমা, গোটা দেশের একাধিক জনপ্রিয় ভ্লগারের ভিডিও তার সাক্ষী দেয়। সেসব এখন কোনদিকে মোড় নেয় তাই দেখবার পালা।
সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে গত এক বছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের। দীর্ঘদিনের দুই বন্ধু দেশের মধ্যে সম্পর্কে ফাটলের প্রভাব কি এবার পড়া শুরু করছে পর্যটনভিত্তিক অর্থনীতির দেশ মালদ্বীপের ওপর?
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে প্রথম দুই মাসে (৪ মার্চ অবধি) মালদ্বীপে ভারতীয় পর্যটক ছিল ৪১ হাজার ৫৪ জন। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৪ জনে।
উল্লেখ্য, ওই একই সময় পর্বে গত বছর দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে ভারত ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছরে ভারতের স্থান সেই তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে। ফলস্পরূপ ট্যুরিজমের মার্কেট শেয়ার ১০ শতাংশ থেকে ৬ শতাংশে নেমেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষদ্বীপ সফরের পরেই মালদ্বীপ-ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজুর দলের একাধিক নেতা। এ নিয়ে ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় নয়াদিল্লি।
এসব নিয়ে নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’। সেই থেকেই পর্যটক কমতে শুরু করেছে দ্বীপরাষ্ট্রটিতে।
এদিকে, ভারতের সঙ্গে সংঘাতের জেরে বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে পড়েছেন মুইজ্জু। চীনপন্থী প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে প্রধান বিরোধীদল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি। খুব শিগগিরই তা পার্লামেন্টে পেশ হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই মালদ্বীপের পার্লামেন্টে তুমুল মতবিরোধ চলছে।
চলতি বছরের শুরুর দিকে ভারতে বয়কটের ডাক নিয়ে মালদ্বীপের পর্যটনশিল্পের স্টেকহোল্ডাররা উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতের অনেক জনপ্রিয় চলচ্চিত্র তারকারাও এই বয়কটে সমর্থন দিচ্ছেন।
মালদ্বীপ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর (মাটাটো) ভারতীয় অতিথিদের বুকিং বাতিল নিয়ে একটি সমীক্ষা পরিচালনা করেছে। তবে এর রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
২০২১-২৩ সাল পর্যন্ত ২ লাখেরও বেশি পর্যটক নিয়ে মালদ্বীপের পর্যটন মার্কেটের শীর্ষে ছিল ভারত। তবে এই বছরের এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি পর্যটক নিয়ে শীর্ষ অবস্থান করছে চীন।
ভারতীয় পর্যটকদের ভ্রমণের অন্যতম পছন্দের জায়গা মালদ্বীপ। টলিউড থেকে বলিউডের সিনেমা, গোটা দেশের একাধিক জনপ্রিয় ভ্লগারের ভিডিও তার সাক্ষী দেয়। সেসব এখন কোনদিকে মোড় নেয় তাই দেখবার পালা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১০ ঘণ্টা আগে